X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানালেন মোকাব্বির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২২:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:৩৮

মোকাব্বির খান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। বুধবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি।

নিজ দল গণফোরামের সিদ্ধান্তের বাইরে গত ২ এপ্রিল শপথ নেন মোকাব্বির খান। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এটাই সংসদে তার প্রথম বক্তব্য।

এসময় মোকাব্বির খান বলেন, ‘আজ সময় এসেছে আত্মজিজ্ঞাসার। ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন কেন করা সম্ভব হলো? এর দায় কার কতটা? আমরা যে যার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি কিনা, রাষ্ট্রযন্ত্র কেন এতটা রুগ্ন হতে পারলো তা খতিয়ে দেখা দরকার। আমি গণফোরামের পক্ষে দ্ব্যর্থহীন ভাষায় বলেতে চাই, ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে। প্রধানমন্ত্রীর কাছে সর্বপ্রথম দাবি জানাবো, অবিলম্বে এমন একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দলমত নির্বিশেষে দেশের মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলে, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার প্রমাণ মিলবে।’

সংসদে বক্তব্য দেওয়ার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী এবং জাতীয় চার নেতার চেতনার পথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মোকাব্বির খান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি ড. কামাল হোসেন, গণফোরাম এবং নির্বাচনি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও তার নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানে একটি তদন্ত কমিটি গঠন ও প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নের দাবি জানান তিনি।

/ইএইচএস/এএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে