X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনকে টাকা দিতেই হবে, কঠোর অবস্থানে বিটিআরসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪৮

 বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনকে এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) ঘোষণা নিয়ে সৃষ্ট জটিলতা বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক। তিনি বলেন, ‘গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করা হয়েছে কয়েক মাস আগে। এসএমপি কি কি সেক্টরে ঘোষণা করা হবে সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমরা হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট বলেছেন ওদেরকে (গ্রামীণফোন) ১৫ দিন সময় দিন। একটা ব্রিদিং স্পেস দিতে। আমরা ১৫ দিন সময় দিয়েছিলাম। ১৫ দিন সময় সম্ভবত শেষ হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কমিশন বৈঠক হবে। সেই বৈঠকে কিছু ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। আমরা সেই বিষয়ে যতটুকু ন্যায় বিচার করা যায়, ন্যায় বিচারের পরিপ্রেক্ষিতে, গ্রাহক স্বার্থ রক্ষা করে আমরা একটা রেগুলেশনের ব্যবস্থা করবো এবং সেটা যত তাড়াতাড়ি পারা যায়- আমরা চেষ্টা করছি। আমরা আইনকানুনের বিষয়ে যথেষ্ট সজাগ। কারো প্রতি কোনও রকম অবিচার করা হবে না। আইনের সহযোগিতা যে যতটুকু পায় ততটুকু দেওয়া হবে। তবে গ্রাহকের স্বার্থ সবার আগে। গ্রাহক স্বার্থ ক্ষুণ্ন করে সব নিয়ে যাবেন তা হবে না।’

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে টিআরএনবির সভাপতি মুজিব মাসুদ, সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপুসহ কমিটির সবাই এবং সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিটিআরসির কমিশনার, বিভিন্ন বিভাগের মহাপরিচালকসহ আরও অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে বিটিআরসি চেয়ারম্যান জানান, গত ৬ মাসে বিটিআরসি যত কাজ করেছে তা ১০ বছরেও হয়নি। এর মধ্যে এসএমপি, কোয়ালিটি অব সার্ভিস, অফনেট-অননেট কলরেট ইত্যাদি বলে তিনি উল্লেখ করেন। সংস্থার কমিশনার রেজাউল কাদের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

গ্রামীণফোনকে টাকা দিতেই হবে
এদিকে গ্রামীণফানের কাছে সরকারের পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধ করতেই হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা প্রায় ১৩ হাজার কোটি টাকা আদায়ে আইন অনুযায়ী যা যা করা দরকার সবই করবো।’

গ্রামীণফোন টাকা দিতে চায় না। এটা ওটা করে, কোর্টে যায়। এদিকে পাওনা টাকা বাড়তে থাকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদের বলেছেন, ‘অ্যাজ পার ল’ যা হওয়ার তাই হবে। গ্রামীণফোন কী ভাবল কী বলল তাতে কিছু আসে যায় না। আমরা টাকা পাওয়ার জন্য যা যা দরকার আইন অনুযায়ী তাই করবো। আইনে যা যা আছে সবই করবো।

তিনি আরও বলেন, ‘গ্রামীণফোনের কাছে পাওনা বিষয় যথেষ্ট সময় দেওয়া হয়েছে। অডিট প্রতিষ্ঠান একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা মাথায় রাখতে হবে। গ্রামীণফোন শুধু কোর্টে গিয়ে সময় নিচ্ছে। কোর্ট সময় দিলে তা আমাদের মানতে হবে। তবে টাকা দিতেই হবে। গ্রামীণফোন বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দেয়। শুধু টাকা দিতে চায় না। সময় নিচ্ছে।’

চেয়ারম্যান আরও বলেন, গ্রামীণফোনকে সময় ও সুবিধা দেওয়াসহ যা দরকার সবই দেবো। তারপরও যদি আমরা টাকা না পাই সেক্ষেত্রে বিটিআরসি আইনে যেসব ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী পদক্ষেপ নেবো। প্রয়োজনে গ্রামীণফোনের এনওসি বন্ধ করে দেবো, কল ব্লক করে দেবো। লাইসেন্স বন্ধে শোকজও করবো। আইনে যা যা আছে সবই করবো। অপর আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘পর্যায়ক্রমে সব অপারেটরের অডিট করা হবে।’

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা