X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৫২৫ টাকায় গরুর মাংস মেলে না কোথাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৯, ১৭:০০আপডেট : ০৭ মে ২০১৯, ১৭:৩০



সিটি করপোরেশন নির্ধারিত মূল্যতালিকা থাকলেও সে দামে মাংস বিক্রি হচ্ছে না

রমজান উপলক্ষে সিটি করপোরেশনের পক্ষ থেকে দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে আরও বেশি দামে। নগরীর অধিকাংশ দোকানে নির্ধারিত মাংসের দর ঝুলানো থাকলেও ৫৫০ টাকা বা তার বেশি দামে প্রতিকেজি মাংস বিক্রি করা হচ্ছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে শাহজাহানপুরের বড় মাংসের দোকান খলিল গোস্ত বিতানে গিয়ে দেখা গেছে দোকানের সামনে সিটি করপোরেশন নির্ধারতি মাংসের দাম লেখা আছে ৫২৫ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে দোকানের রাসেল নামে একজন জানান, আমরা ৫৫০ টাকায় বিক্রি করছি, এর কমে বিক্রি করলে আমাদের পোষায় না। তাহলে মূল্য তালিকায় ৫২৫ টাকা উল্লেখ করা হলো কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা মালিক টাঙাতে বলেছেন।’

দোকানে যে মাংস বিক্রি হচ্ছে তা দেশি গরুর কিনা জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে উপস্থিত কয়েকজন ক্রেতা জানান, বিক্রি করা মাংস ভারতীয় গরুর।

সিটি করপোরেশন নির্ধারিত ভারতীয় বা বিদেশি বা বোল্ডার জাতীয় গরুর মাংসের দাম ৫০০ টাকা।

একই অবস্থা দেখা গেছে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ কার্যালয়ের সামনে মায়ের দোয়া গোস্ত বিতানে। এ দোকানটিতে সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দরের মূল্য তালিকা নেই। কিন্তু বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়।

ডিজিটাল পরিমাপক যন্ত্রে যে মূল্যে মাংস বিক্রি হচ্ছে তা প্রদর্শিত হচ্ছে

সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্ধারিত দামে কোথাও মাংস বিক্রি হচ্ছে না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মিরপুরের বিভিন্ন দোকানে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ টাকায়।

মহিউদ্দিন নামে মিরপুর ১৩ নম্বরের একজন বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে ৫৭০ টাকা দরে মাংস কিনেছি। সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দামের বিষয়ে ব্যবসায়ীদের জানালে তিনি বলেন, গরু তো আর সিটি করপোরেশন কিনে দেয় না। আমাদের বেশি দামে গরু কিনতে হয়, সে কারণে দামও বেশি নিতে হয়।

মেরাদিয়া হাটে গিয়ে দেখা গেছে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৪০ টাকা। খাসি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

জানতে চাইলে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যদি কোনও দোকানি সিটি করপোরেশন নির্ধারিত দরের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। আজ থেকে আমাদের ৫টি টিম কাজ করবে।

জানতে চাইলে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি করপোরেশন নির্ধারিত মাংসের দরের বিষয়ে আমরা ব্যবসায়ীদের জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, গাবতলী গরুর হাটে ব্যবসায়ীদের থেকে অধিকহারে হাসিল আদায়ের কারণে গরুর দরের ওপর বেশি প্রভাব পড়ে।

/এসএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ