X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ, বাদ পড়ারা সুযোগ পাবে দ্বিতীয় দফায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৯, ২০:২৭আপডেট : ১০ জুন ২০১৯, ২০:২৯

একাদশে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

একাদশ শ্রেণিতে প্রথম দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ জুন) সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে এবার সারাদেশে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে (মাদ্রাসাসহ) ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি ৯৭ হাজার ৮১০ জন শিক্ষার্থী। তাদের অভয় দিয়ে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে,দ্বিতীয় ধাপেই তারা ভর্তির সুযোগ পাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন,‘পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ৭০ শতাংশ প্রার্থী। যারা সুযোগ পায়নি তারা দ্বিতীয় দফায় সুযোগ পাবে। কারণ আমাদের প্রায় ৫ লাখ আসন শূন্য।’

শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জন আবেদন করে। ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ জন পছন্দের কলেজে (মাদ্রাসাসহ) ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আর নির্বাচিত হতে পারেনি এমন শিক্ষার্থীর সংখ্যা ৯৭ হাজার ৮১০ জন। নির্বাচিত না হওয়াদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে চার হাজার ৫৭২ জন। এদের মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থী রয়েছে এক হাজার ৮৪৩ জন।

প্রথম ধাপে নির্বাচিত না হওয়াদের ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন,‘এটা প্রতিবছরই হয়। যেসব শিক্ষার্থী যে কলেজে মেধায় ভর্তি হওয়ার যোগ্যতা রাখে সেই কলেজে আবেদন না করে ভর্তি হওয়ার যোগ্যতা নেই এমন কলেজে আবেদন করায় প্রতি বছরই এ অবস্থা হয়। তবে সারাদেশে প্রায় ৫ লাখ আসন শূন্য রয়েছে। সবাই ভর্তি হতে পারবে। আমি আশা করবো দ্বিতীয়বার আবেদনের সময় তারা নিজেদের যোগ্যতা বিবেচনা করে আবেদন করবে।’

প্রথম দফায় নির্বাচিতদের ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে। সে ক্ষেত্রে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। ভর্তি নিশ্চিত না করলে মনোনয়ন বাতিল হয়ে যাবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৩ মে শেষ দিন পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও একটি মাদ্রাসা বোর্ডের অধীনে থাকা কলেজগুলোতে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করে।

আন্তঃশিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে,দ্বিতীয় দফায় ভর্তির জন্য শিক্ষার্থীদের আগামী ১৯ ও ২০ জুন আবেদন করতে হবে। আগামী ২১ জুন রাত ৮টার পর দ্বিতীয় দফায় নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। আর ২২ ও ২৩ জুন দ্বিতীয় দফায় নির্বাচিতদের ভর্তি নিশ্চিত করতে হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে,তৃতীয় দফার আবেদন নেওয়া হবে আগামী ২৪ জুন রাত ৮টার পর থেকে। আগামী ২৫ জুন রাত ৮টার পর তৃতীয় দফার আবেদনের ফল প্রকাশ করা হবে।

ভর্তি কার্যক্রম চলবে আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, এ বছর মোট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন।

 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন