X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নজরুল একাডেমিকে দূতাবাস সব ধরনের সহযোগিতা দেবে: ডিসিএম

সৌদি আরব প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ০০:৫৪আপডেট : ১০ জুলাই ২০১৯, ০১:০৫

সৌদি আরবের রিয়াদে নজরুল একাডেমির যাত্রা শুরুর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধানসহ অন্যরা। (ছবি: প্রতিনিধি)

সৌদি আরবে নজরুল একাডেমি  শাখা উদ্বোধন করে দূতাবাসের মিশন উপপ্রধান ড. নজরুল ইসলাম বলেছেন, এ প্রতিষ্ঠানটিকে  সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তিনি আরও বলেন,সৌদি আরবের রাষ্ট্রদূতকে প্রধান পৃষ্ঠপোষক করে নজরুল  একাডেমি তার কার্যক্রম চালাতে পারে। এছাড়া একাডেমির একটি বাৎসরিক পঞ্জিকা তৈরি করে বছরওয়ারি জাতীয় কবির অনুষ্ঠানগুলো পালনে দূতাবাসের সব ধরনের সহযোগিতা থাকবে।

মিশন উপপ্রধান আরও বলেন, নজরুল একাডেমির অনুমোদন সমগ্র সৌদি আরবে। অতএব দেশটিতে যেখানেই নয়া শাখা খোলা হবে তার সামগ্রিক ব্যবস্থাপনা ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয়ভাবে এই শাখা দায়িত্বশীল থাকবে, যা এই সংগঠনটির জন্য বড় পাওনা। আমার বিশ্বাস এই শাখা তা করতে পারবে।

গত ৪ জুলাই রিয়াদে এ শাখার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. আবুল হাসান, প্রেস উইং-এর প্রথম সচিব মো. ফখরুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া অনুষ্ঠানে রিয়াদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নানা শ্রেণি পেশার প্রবাসীরা সপরিবারে উপস্থিত ছিলেন।

ইকনোমিক মিনিস্টার ড. আবুল হাসান নজরুল একাডেমিকে বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতি প্রবাসী প্রজন্মদের মাঝে লালন করার জন্য এই সংগঠনটিকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। বাংলা সংস্কৃতির বিশাল উপাদান রয়েছে, যা শত শত বছর ধরে ঐশ্বর্যমণ্ডিত। এর ব্যবহারিক দিকগুলো যথাযথভাবে উপস্থাপন করে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে আরও বেশি উজ্জ্বল ও সমুন্বত করতে হবে।

এসময় ড. হাসান নজরুল একাডেমির সাফল্য কামনা করেন।

দূতাবাসের প্রেস উইং-এর প্রথম সচিব মো. ফখরুল ইসলাম নজরুল একাডেমি সৌদি আরব শাখাকে স্বাগত জানান। বলেন, দেরি হলেও এ ধরনের পদক্ষেপ আরব দুনিয়ায় নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি বলেন, নজরুলের সৃষ্টিকর্ম অন্যান্য বেশ কিছু ভাষায় অনূদিত হলেও সৌদি আরবে আরবি ভাষায় কবির সাহিত্যকর্ম নিয়ে কার্যক্রম করা গেলে আগামী দিনে এক নতুন মাত্রা যোগ হবে।

ফখরুল ইসলাম নজরুল একাডেমি সৌদি আরব শাখাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে আগামী দিনে এর কার্যক্রমগুলো নিয়মতান্ত্রিক ধারায় করার ওপর গুরুত্বারোপ করেন।  বাংলা গানের মূলধারা এবং শাস্ত্রীয় সংগীতের সঠিক মূল্যায়নে নজরুল একাডেমি এক বিরাট ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সহায়তার আমন্ত্রণ জানিয়ে কেন্দ্রীয় নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমানের দেওয়া সম্মাননা পত্র রিয়াদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের হাতে মঞ্চে তুলে দেন সংগঠনের আহবায়ক মো. রফিকুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম। এছাড়া দূতাবাস এবং রিয়াদের বাংলা ও ইংরেজি শাখা স্কুলের পর্ষদ চেয়ারম্যানদের একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কবি শাহজাহান চঞ্চল ও রুচিরা সুলতানা।

এতে নজরুলের গান পরিবেশন করেন শাহানা চৌধুরী পপি, অমল চন্দ্র দাস, বাবুল চৌধুরী এবং অহিদুল ইসলাম। কবিতা আবৃতি করেন রুচিরা সুলতানা ও সারা আজাদ।

অনুষ্ঠানে রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কামরুজ্জামানের নির্দেশনায় নজরুলের গানের ওপর নৃত্য পরিবেশন করেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সালাহউদ্দিন।

 

 

/টিএন/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত