X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

দুই পদ্ধতিতে জাল নোট ছাপতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৯:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:০২





দুই পদ্ধতিতে জাল নোট ছাপতো তারা রাজধানীর মোহাম্মদপুর থেকে এক লাখ টাকার জাল নোটসহ সংঘবদ্ধচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এই প্রতারকচক্রের সদস্যরা দুই পদ্ধতিতে জাল নোট ছাপিয়ে বাজারে ছাড়তো।

সোমবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং সোসাইটির ১ নম্বর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার তিন জন হলো মো. জালাল উদ্দিন (২৯), মো. রিপন খান (৩২) ও মনিরা (২৭)।

গ্রেফতার জালালের বরাত দিয়ে সাইফুল মালিক জানান, জাল মুদ্রা দুইভাবে মুদ্রণ করে আসছিল তারা। ভালো মানের কাগজে আঠা ও সিকিউরিটি থ্রেড বসিয়ে ভাঁজ করা হতো। এরপর স্ক্যানার ও প্রিন্টিং মেশিনের সহায়তায় সূক্ষ্মভাবে তৈরি করা হতো জাল টাকা। এছাড়া ওয়াশ পদ্ধতিতেও জাল নোট তৈরি করতো তারা। এক্ষেত্রে আসল টাকার নোট ওয়াশ করে শুকিয়ে সেটির ওপর টাকার অঙ্ক বসিয়ে ছাপ দেওয়া হতো।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিন ধাপে জাল টাকা বাজারে ছাড়া হয়। প্রথম ধাপে পাইকারি হিসেবে এক লাখ টাকার একটি বান্ডিল ২৫-৩০ হাজার টাকায় বিক্রি করা হয়। দ্বিতীয় ধাপে খুচরা কারবারিদের কাছে তা বিক্রি করা হয় ৪০-৪৫ হাজার টাকায়। তৃতীয় ধাপে খুচরা কারবারিরা এসব টাকা নিজস্ব বাহিনীর মাধ্যমে সরাসরি কৌশলে ঢাকার লালবাগের কেল্লা মোড়, বাবুবাজার, আজিমপুর বাসস্ট্যান্ড, আজিমপুর গোরস্থান, গুলিস্তান ও কামরাঙ্গীচরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করায়।
র‌্যাব ২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, নোট জালকারীদের মূল টার্গেট অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বৃদ্ধ, দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন।

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’