X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুদক কর্মকর্তার স্ত্রী তানিয়ার ময়নাতদন্ত সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

দুদক কর্মকর্তার স্ত্রী তানিয়ার ময়নাতদন্ত সম্পন্ন অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবার নিয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।

ডা. সোহেল মাহমুদ বলেন, ‘মৃতের শরীরের হাঁটুর ওপরের গোটা অংশই মাথা পর্যন্ত পোড়া ছিল। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ময়নাতদন্ত শেষে তানিয়া ইশরাতের মামা সাইফুল ইসলাম মরদেহ নিয়ে যান।

বুধবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হন তানিয়া। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি (তানিয়া) মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গতকাল (বুধবার) রাতে নিজেই শরীরে আগুন দেন বলে জানতে পেরেছি।’

তানিয়ার পরিবার ও তার স্বামীর পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনও অভিযোগ করা হয়নি বলে জানান নাবিদ কামাল।

আরও পড়ুন:  আগুনে পুড়ে মারা গেলেন দুদক পরিচালকের স্ত্রী

 

 

/এআইবি/আরজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা