X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রটোকল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: লেখক ভট্টাচার্য

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫৭

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত শীর্ষ দুই নেতার সঙ্গে অন্যান্যরা

 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে প্রটোকল বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে জানান লেখক।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির ছয় জন সহসভাপতি এবং ছয় জন যুগ্মসাধারণ সম্পাদক।  

এ ব্যাপারে লেখক ভট্টাচার্য বলেন, ‘আপা (প্রধামনন্ত্রী) বাইক শো ডাউন নিয়ে সমালোচনা করেছেন। তিনি যেটা পছন্দ করেন না, সেটা তো বন্ধ করতেই হবে। তিনি যা পছন্দ করেন না, তা আমাদের করা যাবে না। প্রটোকল বন্ধের বিষয়ে আপা বলেছেন- বাইক নিয়ে প্রটোকল ছাত্র রাজনীতির সঙ্গে যায় না। ছাত্র রাজনীতি ক্ষমতা প্রদর্শনের জায়গা না, আদর্শ চর্চার জায়গা। ছাত্রলীগকে বিনয়ী হওয়ার ব্যাপারে অনেক জোর দিয়েছেন তিনি। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে তৃণমূল কর্মীদের মান উন্নয়নে কাজ করতে বলছেন। শিক্ষাভিত্তিক রাজনীতি চর্চা করতে বলেছেন তিনি।’

ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান প্রধানমন্ত্রীর কাছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

আরিফুজ্জামান আল ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য আমি আপার কাছে অনুমতি চেয়েছি। তিনি অনুমতি দিয়েছেন। আমার আরেকটি দাবি ছিলো, ছাত্রলীগের যেকোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আপা সবাইকে নিয়ে কাজ করার কথা বলেছেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে।’

প্রসঙ্গত, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ থেকে রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানীকে অপসারণের পর আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!