X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেপ্টেম্বরে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৯, ০০:৩৮আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০০:৪৫

 

ডেঙ্গু রোগী (ফাইল ছবি) আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। তবে জুলাইয়ের চেয়ে সেপ্টেম্বরে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন। আগস্ট মাসে ৫২ হাজার ৬৩৬ জন। সেপ্টেম্বর মাসে ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, ‘সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন। তবে গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীর সংখ্যা কমতে শুরু করে। মাস শেষে সেটা সাড়ে তিনশোর নিচে নেমে এসেছে। ঢাকাতে কখনও নেমে এসেছে ১০০ জনের নিচে, যদিও সেটা স্থিতিশীল অবস্থাতে থাকছে না, ওঠানামা করছে। তবে স্বস্তির কথা এই যে, ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমছে।’

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৮ জন, যা ২৯ সেপ্টেম্বর ছিল ৩৪২ জন। আর একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৪৪ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার  ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া রোগীর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন আর ঢাকা ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৮ জন। একইসঙ্গে ছাড়পত্র নেওয়া ৪৪৪ জনের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১৬ জন।

এদিকে, এখনও সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা এক হাজার ৪৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীরর ১২টি সরকারি ও স্বায়ত্বশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৫৫ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৯২৬ জন। সারাদেশে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শতকরা ৯৮ শতাংশ।

এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৭ হাজার ৯৫৩ জন, হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ২৪১ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ২৩১ রোগী মারা গেছেন বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর ডেথ রিভিউ কমিটিকে জানানো হয়েছে। এর মধ্যে ৮১ জন্য ডেঙ্গুতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে কমিটি।

 

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী