X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সম্রাট অন্যায় করলে সাজা পেয়ে ফিরে আসুক: স্ত্রী শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২০:২৮আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ২১:১৩

সম্রাটের মহাখালীর বাসায় র‌্যাবের অভিযান শেষে কথা বলছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী

 ‘সুনির্দিষ্ট অভিযোগে’ গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন,  ‘অপরাধী যেই হোক আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হোক। সে (সম্রাট) অন্যায় করলে সাজা পেয়ে ভালো হয়ে আবার ফিরে আসুক।’

দেশে অবৈধ ক্যাসিনো ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলোচিত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরীকে আজ রবিবার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি বাড়ি থেকে সহযোগী আরমানসহ গ্রেফতার করে র‌্যাব। এরপর ঢাকায় কাকরাইলে তার অফিসে এবং শান্তিনগর ও মহাখালীর বাসায় অভিযান চালায় র‌্যাব। তার অফিস থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি বৈদ্যুতিক টর্চার মেশিন, দুটো ক্যাঙ্গারুর চামড়া, বিদেশি মদ ও ১১৬০ পিস ইয়াবা উদ্ধার হলেও মহাখালীর বাসা থেকে কিছুই পাওয়া যায়নি।

রবিবার (৬ অক্টোবর) বিকালে মহাখালীর ডিওএইচএস এর ২৯ নম্বর রোডের ৩৯২ নম্বর বাসার তৃতীয় তলায় এই অভিযান পরিচালনা করে র‌্যাব-২।  অভিযান পরিচালনাকারী র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সম্রাটের দ্বিতীয় স্ত্রীর বাসায় আমরা অভিযান পরিচালনা করে অবৈধ কিছু পাইনি।

এ অভিযানের পর সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। অপরাধী যেই হোক আইন অনুযায়ী তাকে সাজা দেওয়া হোক।’

তিনি দাবি করেন, ‘ক্যাসিনোর টাকা সম্রাট কখনও নিজের পেছনে ব্যয় করতো না, এসব টাকা দলের পেছনে ব্যয় করতো। সংসারের পেছনে সে অবৈধ টাকা খরচ করতো না।’

সম্রাটের বিরুদ্ধে ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে আপনি সেটা জানতেন কি না এমন প্রশ্নের জবাবে শারমিন বলেন, ‘তার (সম্রাটের) অফিসের ২০০ গজের মধ্যে থানা পুলিশ রয়েছে। তারাই জানতো না, আমি কিভাবে জানবো? সে কিভাবে ক্যাসিনোর মধ্যে জড়ালো সেটি আমি জানি না। আইনে যা আছে তাই হবে। সে অন্যায় করলে সাজা পেয়ে ভালো হয়ে আবার ফিরে আসুক।’

দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরীর সঙ্গে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছবি

তিনি বলেন, ১৮ বছর আগে ২০০১ সালে সম্রাটের সঙ্গে আমার পরিচয় হয়। তখন খুব ভদ্র ও সোজা টাইপের মানুষ ছিল। ওই বছরের জুন মাসে সম্রাটের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের একটি ছেলে সন্তান রয়েছে।

শারমিন জানান, দুই বছর ধরে সম্রাট এই বাসায় আসেন না। তবে সংসারের যাবতীয় খরচ পাঠিয়ে দিতেন।

সরকারের শুদ্ধি অভিযান সম্পর্কে শারমিনের মন্তব্য, ‘আমি মনে করি, সরকার ভালো উদ্যোগ নিয়েছে। এভাবে আমার বাসায় অভিযান চালানো হয়েছে এতে আমি বিব্রত নই। এটা আমার ভালো লেগেছে।’ সরকারের কাছে আবেদন করে তিনি বলেন, ‘আমি মনে করি সরকার যদি যুবলীগ ছাত্রলীগের সংগঠনকে একটি করে ফান্ড তৈরি করে দেন তবে দলের নেতা-কর্মীরা দুর্নীতিতে জড়াবেন না। এতে দেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে।’

এদিকে, সম্রাটের কাকরাইলের অফিসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বিদেশি মদ, ইয়াবার পাশাপাশি দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়া যাওয়ায় তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অফিস থেকে তাকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

 

/এসজেএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ