X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সম্রাটকে গ্রেফতারের প্রতিবাদে যুবলীগকর্মীদের বিক্ষোভ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ২১:৪৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১১:০০

কাকরাইলের অফিসে অভিযান শেষে সম্রাটকে নিয়ে যাচ্ছে র‌্যাব

কুমিল্লার চৌদ্দগ্রামে রবিবার (৬ অক্টোবর) সহযোগীসহ যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হওয়ার পর দিনভর তার কাকরাইলের অফিস ও দুই বাসায় অভিযান চালায় র‌্যাব। এসময় কাকরাইলের অফিসে সংবাদকর্মীদের পাশাপাশি কিছু যুবলীগের নেতাকর্মীও ভিড় করেন। ওই অফিস থেকে সম্রাটকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন এসব যুবলীগকর্মী। তবে লাঠিচার্জ করে তাদের হটিয়ে দিয়েছে পুলিশ।

সরেজমিন ঘটনাস্থলে থেকে দেখা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে সম্রাটকে তার কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তার অর্ধশতাধিক কর্মী সমর্থক। ‘সম্রাট ভাইয়ের গ্রেফতার মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে র‌্যাব পরিবেষ্টিত সম্রাটের কাছাকাছি তাদের ভিড়তে দেয়নি রমনা থানা পুলিশ। পুলিশ এসময় লাঠিচার্জ করে তাদের এনবিআর ভবনের দিকে সরিয়ে দেয়।

ওই জটলায় থাকা একজন নিজেকে যুবলীগের কর্মী হিসেবে বাংলা ট্রিবিউনের কাছে পরিচয় দেন। তবে নিজের নাম বলতে রাজি হননি তিনি। সংগঠনের কোন ইউনিটের কর্মী তাও বলতে চাননি তিনি। শুধু বলেছেন, তাদের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদ জানাতে তারা এখানে (অফিসের সামনে) এসেছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, কয়েকজন জটলা তৈরির চেষ্টা করেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাকরাইলের ওই অফিস থেকে বের করার পর সম্রাটকে কেরানীগঞ্জের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই অফিসে অস্ত্র, গুলি, ইয়াবা, বিদেশি মদের পাশাপাশি দুটো ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিক সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফলে অফিস থেকে তার ঠাঁই হয় সোজা কারাগারে।
এদিকে, এদিন সকালে গ্রেফতার হওয়ার পর বিকালেই তাকে বহিষ্কার করেছে যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু বাংলা ট্রিবিউনকে জানান, ‘অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে সম্রাটকে বহিষ্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর গণভবনে আয়োজিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় টেন্ডারবাজিতে জড়িত হওয়ায় ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে পদচ্যুত করার নির্দেশ দেন সংগঠনটির প্রধান অভিভাবক হিসেবে স্বীকৃত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সভাতেই যুবলীগের কিছু নেতার কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগ প্রধান। এরমধ্যে তিনি সম্রাটের নামও উচ্চারণ করেন। সে সভা সূত্রে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে তখন বলেছিলেন, ‘আমি আঞ্জুমানে মফিদুল ইসলামকে ভবন বানানোর টাকা দিলাম, আর সম্রাট সেখানে গিয়ে চাঁদা দাবি করে!’ প্রধানমন্ত্রী তখন সম্রাট, জি কে শামীম, খালেদ মাহমুদ ভুঁইয়ার নাম উচ্চারণ করে তারা অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। টানা কয়েকদিন ধরে চলা ওই অভিযানে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া, জি কে শামীমসহ কয়েকজন গ্রেফতার হলেও এতদিন সম্রাটকে গ্রেফতার করেনি র‌্যাব। ৫ অক্টোবর বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভায় সংগঠনটির সদস্য সচিব ফজলে নূর তাপস এমপি আবারও প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও কেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটকে গ্রেফতার করা হয়নি? কারা তাকে বাঁচানোর পাঁয়তারা করছে?’ এর পরই ভোর রাতে সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রামে এক জামায়াত নেতার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। ফেনীর একটি অরক্ষিত সীমান্ত দিয়ে সম্রাট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল বলেও দাবি করেছে র‌্যাব।

আরজে/এআরআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
ডি মারিয়ার সঙ্গে চুক্তির গুঞ্জনে যা বললেন মায়ামি কোচ
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব, পদক পাচ্ছেন ৬ জন
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
এই সরকার ভোটে নির্বাচিত নয়, সেজন্য জনগণকে তারা ভয় পায়: ড. মঈন খান
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে