X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ছাত্র রাজনীতি বন্ধে আরপিও’র বাস্তবায়ন চায় সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ২২:০০আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:০৪

ছাত্র রাজনীতি বন্ধে আরপিও’র বাস্তবায়ন চায় সুজন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।  বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ফেসবুকে নিজের রাজনৈতিক মত প্রকাশ করার জন্য নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় সারাদেশের মানুষ এখন স্তব্ধ এবং ক্ষুব্ধ।

আবরার হত্যাকাণ্ডের জন্য বুয়েট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করে সুজনের দুই কর্তা বলেন, মায়ের বুক খালি করে আবরারের চিরতরে চলে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায় এড়াতে পারে না বলে আমরা মনে করি।

ছাত্রদের স্বার্থ বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তিতে লিপ্ত হওয়ায় ছাত্র রাজনীতি এখন শুধুই ক্ষমতা চর্চার জায়গায় পরিণত হয়েছে, বিবৃতিতে এমন মন্তব্য করে সুজনের দুই শীর্ষ দায়িত্বশীল দাবি করেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এ উল্লেখিত ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন হিসাবে ব্যবহার না করার বিধান অবিলম্বে বাস্তবায়ন করে ছাত্রদের অধিকারভিত্তিক গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।

আবরারের হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন ব্যক্ত করেন সুজনের দুই শীর্ষ কর্তা।

এম হাফিজউদ্দিন খান ও ড. বদিউল আলম মজুমদার বলেন, অতিসত্বর দোষীদের শাস্তির আওতায় এনে এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। নাগরিক সংগঠন হিসেবে সুজন মনে করে, সব নাগরিকের ভিন্নমত ধারণ এবং তা প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। কোনোভাবেই কেউ যেন তাতে বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, দেশে বিদ্যমান বিচারহীনতার সংস্কৃতির অবসান করতে হবে, যাতে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ আর সাহস না পায়। বিৃবতিতে ‘সুজন’-এর পক্ষ থেকে নিহত আবরারের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে