X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশে পালিয়ে যেতে ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা তোলেন মিজান: র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ২১:১৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:১৯

র‌্যাবের তল্লাশির সময় মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে নিজ বাসায় কাউন্সিলর মিজান ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  ‘দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য মিজান ব্যাংক থেকে গত দুদিনে ৬৮ লাখ টাকা তুলেছিলেন। তবে সেই টাকা কোথায় রেখেছেন এখনও আমরা তা জানতে পারিনি। তদন্তে সেটা বেরিয়ে আসবে।’ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে মিজানের বাসায় তল্লাশি শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে সিলেটের শ্রীমঙ্গল থানায় অস্ত্র ও মানি লন্ডারিং আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে অবৈধ অস্ত্রসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানকে শ্রীমঙ্গল থেকে আটক করা হয়। এরপর ঢাকায় তার কার্যালয় ও বাসায় অভিযান চালানো হয়।

মিজানের অবৈধ সম্পদের বিষয়ে মো. সারোয়ার আলম বলেন,  ‘আটকের পর তাকে শ্রীমঙ্গল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। লালমাটিয়ায় তার কার্যালয়ে অভিযানে অবৈধ কিছু পাওয়া যায়নি। পরে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকা চেক এবং এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। হাবিবুর রহমান মিজানের আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় দুটো বাড়ি ও গাড়ি রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অবৈধভাবে উপার্জিত অর্থ থেকেই তিনি এসব সম্পদের মালিক হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর আগে তার একটি ইটভাটার ব্যবসা ছিল। এখন সেটি নেই।’

র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট জানান, কাউন্সিলর মিজানের বিরুদ্ধে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকারও তথ্য রয়েছে। এছাড়াও চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

মিজানের বিরুদ্ধে ইতোপূর্বে থাকা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৮৯ সালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলা ও হত্যাচেষ্টার যে ঘটনা ঘটেছিলে সেই মামলায় এই ওয়ার্ড কাউন্সিলর মিজান ও তার ভাই সংশ্লিষ্ট ছিল। তারা দুই ভাই একসময় ফ্রিডম পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

অভিযান শেষে মিজানকে সিলেটের শ্রীমঙ্গল থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর শ্রীমঙ্গলে আটক

 

 

/এসজেএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত