X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাউন্সিলর মিজানের বিরুদ্ধে ঢাকায় ও শ্রীমঙ্গলে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৩:৩৮আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:০০

হাবিবুর রহমান মিজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানা এবং শ্রীমঙ্গলে র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে।

র‍্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আশিক বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‍্যাব বাদী হয়ে কাউন্সিলর মিজানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা (নম্বর-৩১) দায়ের করেছে।’

এদিকে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে আজ শনিবার শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নম্বর-১৫।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) ভোরে শ্রীমঙ্গলের একটি বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি সীমান্ত এলাকা হয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে তাকে সঙ্গে নিয়ে বিকালে মোহাম্মদপুরে তার বাসায় অভিযান চালান র‍্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআর উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো চালানোসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন... 

‘পাগলা’ মিজান থেকে কাউন্সিলর

‘মিজান খারাপ প্রকৃতির লোক তা আমাদের জানা ছিল না’

বিদেশে পালিয়ে যেতে ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা তোলেন মিজান: র‌্যাব

কাউন্সিলর মিজানের বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার (ভিডিও)

/এসজেএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?