X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৩:১০আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:০৬

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি) পিলখানা হত্যাকাণ্ডের মামলায় হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রায়ের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ইতোমধ্যে তিনজন মারা গেছেন। যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে। এদের ভেতর একজন মৃত্যুবরণ করেছেন। ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ২ জনকে। ১৫৭ জনের ১০ বছর কারাদণ্ড হয়েছে, এর ভেতর ২ জন মারা গেছে। ১৩ জনকে সাত বছর, ১৪ জনকে ৩ বছর এবং ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে ২ জনকে। অর্থাৎ মোট ৫৫২ জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মোট মারা গেছেন ১৪ জন।’

খালাসপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে কোনও আপিল করা হবে কিনা তা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। তবে যারা খালাস পেয়েছেন তাদের ব্যাপারে আপিল করা হবে। ফৌজদারি নিয়ম অনুসারে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে।’
মাহবুবে আলম আরও বলেন, ‘আজকের রায় সই করে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হয়েছে। মোট ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার রায়। তিনজন বিচারপতি ঐকমত্যে পৌঁছেছেন। কিন্তু তিনজনেই ভিন্ন রায় দিয়েছেন। এ ঘটনায় ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন বিচারিক আদালত। ওই রায়ের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন।’

/বিআই/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...