X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

উহান থেকে আসা ৭ জন কুর্মিটোলা হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭

বিমানবন্দর থেকে এই বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়
চীনের উহান থেকে আসা ৩১২ জনের মধ্যে সাত জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ছয় জনের এই মুহূর্তে জ্বর নেই, একজনের শুধু কাশি রয়েছে। তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ এ তথ্য জানিয়েছেন।

ছয় জনের জ্বর না থাকলে তাদের কেন ভর্তি করা হলো জানতে চাইলে তিনি বলেন, ‘এদের জ্বরের হিস্ট্রি রয়েছে।’

একই ফ্লাইটে আসা গর্ভবতী এক নারীকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, ‘ওই নারীকে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে স্বামী ও সন্তান রয়েছে। তবে তাদের ভর্তি করা হয়েছে কিনা সেটা আমরা জানি না।’

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনের উহানে থাকা ৩১২ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছেন। এরপর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে ৩১২ বাংলাদেশিকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর আটটি বাসে তাদের হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে, সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত চীন থেকে ফেরত এসেছেন চার হাজার ২৬০ জন।

আরও পড়ুন:

উহান থেকে ফিরলেন ৩১২ জন, রাখা হয়েছে কুর্মিটোলা হাসপাতাল ও হজ ক্যাম্পে

 

/জেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস