X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘আগ্রহ নিয়েই নতুন লেখকদের বই প্রকাশ করেন প্রকাশকরা’

হাসনাত নাঈম
১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৯

‘আগ্রহ নিয়েই নতুন লেখকদের বই প্রকাশ করেন প্রকাশকরা’

চলছে ভাষার মাস, চলছে বইমেলা। সারা বছর প্রকাশ হলেও মেলা উপলক্ষেই বইয়ের প্রকাশনাটা বেশি হয়ে থাকে। আবার অনেক লেখকের ইচ্ছাই থাকে যে, বইমেলায় তার লেখা প্রকাশ হোক। এক্ষেত্রে তরুণ নতুন লেখকদের আগ্রহ বেশি। আর তরুণ লেখকদের ভালো পাণ্ডুলিপি পেলে প্রকাশক আগ্রহভরে সেই লেখা প্রকাশ করেন নিজ খরচেই। নিয়মিতই নতুন লেখকদের বই প্রকাশ করেন এমন প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

প্রকাশকরা আরও জানিয়েছেন, দেশে অনেক মেধাবী তরুণ লেখক আছেন। তাদের পাণ্ডুলিপিতে অনেক সময় সংযোজন, যোজন-বিয়োজনের প্রয়োজন পড়ে। কিন্তু সেটা করতে তারা আপত্তি প্রকাশ করেন। তবে একটি ভালো এডিটোরিয়াল বোর্ডের সঙ্গে যদি সেই যোজন-বিয়োজন করা হয়, তবে বইটি আরও চমৎকার হয়ে ওঠে।

এ বিষয়ে ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় নতুন লেখকদের নিয়ে কাজ করি। এবছর ৫০ জনের বেশি লেখকের বই বের হবে। তার মধ্যে ৩০ থেকে ৩৫ জন একেবারেই নতুন। লেখা বাছাইয়ের ক্ষেত্রে আমাদের অন পেমেন্ট কোনও এডিটোরিয়াল বোর্ড নেই। আমাদের একটি আনঅফিশিয়াল এডিটোরিয়াল বোর্ড আছে, তারা পাণ্ডুলিপিগুলো সিলেক্ট করে দেয়। আমরা মেধাবী লেখকদের পাণ্ডুলিপিগুলোকেই বই আকারে প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী তরুণ লেখক আছে। তাদের একটি নেগেটিভ পয়েন্ট হচ্ছে, তারা লিখে প্রকাশ করতে চায়। কিন্তু তারা ভালো এডিটর বা এডিটোরিয়াল বোর্ডের ওপর গুরুত্বটা দিতে চান না। যোজন, বিয়োজন, সংযোজনটা যদি একটি ভালো এডিটোরিয়াল বোর্ডের হাতে পরে, তবে লেখাটা আরও চমৎকার হয়। আমাদের ব্রান্ড থেকেই বাংলাদেশের তরুণ লেখকরা জনপ্রিয় হয়েছেন। অনেকের মধ্যে সাদাত হোসাইন, আবদুল্লাহ আল ইমরান, পিনাকী ভট্টাচার্য— এরকম আমাদের আরও অনেক লেখক আছেন।’

পেণ্ডুলাম পাবলিশার্সের প্রকাশক রুম্মান তার্শফিক বলেন, ‘যারা নতুন ও মেধাবী, তাদের বই প্রকাশ করতে আমি সব সময়ই আগ্রহী। কেননা তারা পড়াশোনা করে আসে। বইটা আমার কম বিক্রি হলেও আমি পাবলিশ করতে আগ্রাহী। এবার আমি একদম নতুন দুই লেখকের দুটি কবিতার বই প্রকাশ করছি। আর একজন নতুন গল্পের বই লিখেছেন, এটা তার প্রথম গল্পের বই হবে। এরকম লেখা আমি পাবলিশ করছি। কারণ তাদের লেখা ভালো লেগেছে। হয়তো অনেকে ফেসবুকে অনেক বেশি জনপ্রিয় কিন্তু তারা ফেসবুক স্ট্যাটাসটাকে বই হিসেবে দেখতে পছন্দ করেন, এ ধরনের লেখক আমি চাই না, তাদের বই প্রকাশও করতে আগ্রহী না।’

পেন্সিল প্রকাশনীর মডারেটর ফজলে খোদা রায়হান বলেন, ‘গত বছর থেকে আমাদের প্রকাশনা শুরু হয়। নতুন লেখক আছেন, যারা নিজেরা কখনও চিন্তা করতো না যে তারা লিখতে পারবেন। আমরা প্রকাশনীতে আসার পর নতুনদের পাণ্ডুলিপি আহ্বান করেছি। এবার ২৫০টির বেশি পাণ্ডুলিপি জমা পড়েছে। সেখান থেকে ৫৪টি বই প্রকাশ করা হয়েছে। যার বেশির ভাগই নতুন।’

নালন্দা প্রকাশনীর প্রকাশক জুয়েল রেদওয়ানুল বলেন, ‘নতুন লেখকদের কন্টেন্ট ভালো হলে আমরা সেটা প্রকাশ করি। এটার জন্য আমরা সব খরচ নিজেরাই বহন করে থাকি। আমরা প্রতিবছরই নতুন লেখকদের বই প্রকাশ করি এবং তাদের বই ভালো বিক্রি হয়।’

 

/এএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
মে দিবস: রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বশেষ খবর
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
উন্নত বিশ্বের কারণে জলবায়ু পরিবর্তনে আমরা বেশি ক্ষতিগ্রস্ত: পরিবেশমন্ত্রী
সময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
দলীয় সিদ্ধান্ত অমান্যসময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস