X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি-সা. সম্পাদককে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭




 ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি মুশফিকুর রহমান হান্নান ও সাধারণ সম্পাদক শাহে আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ মার্চ সকাল ১০টায় তাদের রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মুশফিকুর রহমান হান্নান ও শাহে আলমকে তলব করে নোটিশ পাঠান সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তলবের বিষয়টি দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদার সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য জি কে শামীম কারাগারে আছেন। গত ২০ সেপ্টেম্বর নিকেতন এলাকা থেকে গ্রেফতার হন তিনি। ৩০ সেপ্টেম্বর জি কে শামীম ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওইদিন থেকেই সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান দল কাজ করছে।

২১ অক্টোবর শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ৩ নভেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়। ৭ নভেম্বর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৭ দিনের রিমান্ডে নেওয়া হলেও জি কে শামীমকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করে দুদক।

জিজ্ঞাসাবাদে জি কে শামীম তার সিন্ডিকেটের সদস্যদের মধ্যে যাদের নাম প্রকাশ করেন তাদের মধ্যে গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি মুশফিকুর রহমান হান্নান ও সাধারণ সম্পাদক শাহে আলমের নাম আছে বলে জানান দুদকের এক কর্মকর্তা।

 

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল