X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আগুনে পুড়লো দিলু রোডের ৪৫/এ নম্বর বাসা (ফটোস্টোরি)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৬

আগুন লাগে গ্যারেজে। সেখানে পুড়ে যাওয়া গাড়ি।

রাজধানীর ইস্কাটনে দিলু রোডে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ হয়ে মারা গেছেন তিনজন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় আগুন লাগে বাড়ির গ্যারেজে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ছয়তলা বাড়ির চতুর্থ তলা পর্যন্ত। তবে আগুনের ধোঁয়া পুরো ভবনেই ছড়িয়ে যাওয়ায় বাড়িতে টেকাই ছিল অসম্ভব। ফলে বাড়ির বাসিন্দারা সবাই ছাদে ছুটে যান এবং পাশের ছাদে লাফিয়ে আত্মরক্ষা করেন।

বাড়িটির সামনে দাঁড়ানো উৎসুক জনতা

নিহত তিনজনের মধ্যে আব্দুল কাদের লিটন (৪৫) থাকতেন নিচতলায় গ্যারেজের পিছনের একটি কক্ষে। নিহত শিশু এ কে এম রুশদী(৫) বাবা মায়ের সঙ্গে থাকতেন তৃতীয় তলায়। শিশু রুশদী ঘটনাস্থলেই মারা যান। আর তার বাবা-মা দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।

পুড়ে যাওয়া গাড়ির পাশে এক গাড়ির মালিক

রুশদীর বাবা শহিদুল ইসলাম (৪০), তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। মা জান্নাতুল ফেরদৌস (৩৫), তার ৯৫ শতাংশ পুড়েছে। ভোর পৌনে ৬টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

বাবা-মায়ের সঙ্গে পাঁ বছরের শিশু রুশদী। আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। তার বাবা-মাও আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ভবনের তৃতীয় তলা থেকে আফরিন জান্নাত জ্যোতির (১৭) দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তার পুরো শরীর আগুনে পুড়ে যাওয়ায় প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে জ্যোতির বাবা জাহাঙ্গীর আলম তার মেয়ের মরদেহ শনাক্ত করেন।

জাহাঙ্গীর আলমের মেয়ে ও ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আফরিন জান্নাত জ্যোতি (১৭)। বাড়িতে আগুন লাগা দেখে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান তিনি।

এছাড়া তিন জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুড়ে যাওয়া একটি কক্ষ

আগুনে গ্যারেজে থাকা সাতটি গাড়ি পুড়ে গেছে। এরমধ্যে পাঁচটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল রয়েছে।

আরেক হতভাগা আব্দুল কাদের লিটন (৪৫)। দিলু রোডের বাসাটির গ্যারেজের পেছনের একটি কক্ষে থাকতেন তিনি। গ্যারেজে আগুন লাগায় বের হতে না পারায় দগ্ধ হয়ে মৃত্যু হয় তার।

দিলু রোডের বাড়িটিতে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

 

 

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা