X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভাড়ায় চলা মোটরসাইকেলের হেলমেট নিয়ে শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৭:১৫আপডেট : ১০ মার্চ ২০২০, ১৮:০৬

 ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলোতে যে এক হেলমেট একাধিক যাত্রী ব্যবহার করেন, তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে আমরা আগেই শঙ্কার কথা জানিয়েছিলাম। মোটরসাইকেলে যাত্রী পরিবহনে এক হেলমেট একাধিক ব্যক্তির ব্যবহারের বিষয়টি নিয়েও আমরা উদ্বিগ্ন।

মঙ্গলবার (১০ মার্চ) করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ উদ্বেগের কথা জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

ঢাকা শহরে ভাড়ায় যে মোটরসাইকেল চলে তাতে একটি হেলমেটই একজন পরার পর আরেকজনকে দেওয়া হচ্ছে, সে হেলমেটগুলোতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি রয়েছে কিনা এবং কোভিড-১৯ প্রতিরোধে কাজ করা টেকনিক্যাল কমিটি এ বিষয়টি ভাবছে কিনা জানতে চাইলে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে আমরা এর আগে যে সতর্কতার কথা বলেছিলাম, এটাও (মোটরসাইকেলের যাত্রীর হেলমেট) তখন আমাদের মাথায় ছিল। তবে তখন আমরা খুব স্পেসিফিকলি বলি নাই যে, কোন কোন গণপরিবহন অন্তর্ভুক্ত। তবে এখন কোন ধরনের গণপরিবহনের জন্য কী বার্তা হবে, সেটা আমাদের সচেতনতার মধ্যে অন্তর্ভুক্ত করে নেবো এবং বিষয়টি সচেতনতামূলক বার্তা হিসেবে আমরা প্রচার করবো।’

একইসঙ্গে দেশে অত্যাবশ্যকীয় না হলে জাতীয়-আন্তর্জাতিক সভা-সমাবেশ-সম্মেলনের আয়োজন না করার বিষয়ে বলছে আইইডিসিআর।

নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত দেশের সংখ্যা ১০৫টি। নতুন আক্রান্তের তালিকায় বাংলাদেশ ছাড়া অপর দুই দেশ হচ্ছে আলবেনিয়া এবং প্যারাগুয়ে। দেশগুলোতে মোট আক্রান্ত এক লাখ ৯ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় রোগী যুক্ত হয়েছে তিন হাজার ৯৯৩ জন। মারা গিয়েছেন তিন হাজার ৮০৯ জন, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২২৫ জন।

চীনে মোট রোগীর সংখ্যা ৮০ হাজার ৯০৪ জন, নতুন যোগ হয়েছেন ৪৫ জন। চীনে মোট মারা গেছেন তিন হাজার ১২৩ জন।

তবে ৫৫ হাজারের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত সবাইকে আশ্বস্ত করতে চাই, ‘বাংলাদেশের পরিস্থিতি খারাপ নয় যে, আমরা সবাই শঙ্কিত হবো। যে তিন জন রোগী আছেন, এই তিন রোগীর সংস্পর্শে  যারা এসেছেন তারা নজরদারিতে আছেন।’ তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

/জেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে