X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিলো ডাকসু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২০:১৬আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়ে ভাড়ার তালিকা টানিয়েছে ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য রিকশা ভাড়া নির্ধারণ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ রবিবার (১৫ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে এই ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে ডাকসুর সদস্য তানবির হাসান সৈকত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর দিনে ভাড়া চূড়ান্তভাবে কার্যকর হবে। এই ভাড়ার হার দূরত্ব ভেদে সর্বনিম্ন ১০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত।

ডাকসু জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাবি এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ এবং তা কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে রিকশা ভাড়ার চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। এই ভাড়া রবিবার থেকে পরীক্ষামূলকভাবে কার্যকর হতে যাচ্ছে। পরে ১৭ মার্চ বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন থেকে চূড়ান্তভাবে এই ভাড়া কার্যকর হবে।

ভাড়া কার্যকর করার আগে ক্যাম্পাসে যানবাহনে শৃঙ্খলা আনতে ও নির্ধারিত ভাড়া কার্যকর করতে প্রাথমিকভাবে ৫০ জন রিকশাচালককে নিবন্ধন করা হয়েছে বলে জানান ডাকসুর সদস্য সৈকত।
তিনি বলেন, তাদের জন্য আলাদা ড্রেস কোডের ব্যবস্থা থাকবে। এই নিবন্ধিত রিকশাচালক ছাড়া অন্য কেউ আমাদের নির্ধারিত বক্সগুলোতে দাঁড়াতে পারবেন না। অন্য রিকশা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে কিন্তু দাঁড়াতে পারবে না। সবাই আমাদের নির্ধারণ করা ভাড়ার তালিকা মেনে চলবেন। পরবর্তী সময়ে রিকশার সংখ্যা আরও বাড়ানো হবে।

বক্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত ক্যাম্পাসে ১৭টি বক্স মার্ক করা হয়েছে। এই বক্সেই রিকশা দাঁড়াবে। এই বক্সের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে, রিকশাচালকদের কাছ থেকে ২ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র/ রিকশার লাইসেন্স /জন্মসনদের ফটোকপি নিয়ে রাখছে ডাকসু।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ