X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ২০:০৪আপডেট : ১৮ মে ২০২০, ২২:৫৭

মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার ( ১৭ মে) বিকালে বাসায় ফিরেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি।  মুনতাসীর মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, একদম করোনামুক্ত হয়ে বিকালে বাসায় ফিরলাম। তবে আরও কিছুদিন আমি আইসোলেশনে থাকবো। তার মা জাহানারা খানও এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে গত ৩ মে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরের দিন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। তাকে আইসিইউতে রাখা হয়। পরে গত ৭ মে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুনতাসীর মামুন বলেন, আমার জন্য যা করা হয়েছে এটা প্রধানমন্ত্রী ছাড়া আর কারও পক্ষে সম্ভব হতো না। আমার আগে এবং পরে যারা হাসপাতালে গেছেন তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন। কিন্তু আমি সুস্থ হয়ে গেলাম, পুরো দেশবাসী আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আমাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তারা তাদের চেষ্টা করেছেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল তাদের সবোর্চ্চ সেবা দিয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকসহ সেবিকাদের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, সেবিকাদের কথা কেউ লেখে না। কিন্তু তারা যা করেছেন সেটা ‘ট্রিমেন্ডাস’। অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে এসব বোঝা যায় না।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা