X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করবে ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৮:১৪আপডেট : ২২ মে ২০২০, ১৮:২০




 প্রগতিশীল চিকিৎসকদের কয়েকটি সংগঠন একত্রিত হয়ে এবার প্রতিষ্ঠা করেছে ‘ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’। ডক্টরস ফর হেলথ অ্যান্ড অ্যানভায়রনমেন্ট, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ, প্রগতিশীল চিকিৎসক পরিষদ, স্বাস্থ্য অধিকার আন্দোলন, হেলথ সার্ভিস ফোরাম, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির যৌথ সভায় ‘ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ’ নামের মঞ্চ গঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে এ সংগঠনের জন্ম এবং সেখানে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশে চিকিৎসা তথা স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের স্বাস্থ্য নীতি ও পরিকল্পনায় জনস্বাস্থ্যকে উপেক্ষা করা, অব্যবস্থাপনা, অবহেলা, দুর্বৃত্তায়ন ও বেসরকারি করণজনিতসহ নানা সংকট ফুটে উঠেছে।

কনফারেন্সে কোভিড-১৯ প্রতিরোধে সাত শতাধিক চিকিৎসকসহ কয়েকশ’ চিকিৎসা কর্মীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে আলোচনায় সাধারণ জনগণের ন্যূনতম চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

আলোচনায় বলা হয় স্বাস্থ্য জনগণের অধিকার। অথচ তা এখনও সংবিধানে মৌলিক অধিকার হিসাবে আইন দ্বারা গ্যারান্টেড নয়। এই অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসকদের নেতৃত্বে চিকিৎসা কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে সার্বিক জনস্বাস্থ্য আন্দোলনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিলো।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুবকে আহবায়ক, অধ্যাপক ডা. মো. আবু সাঈদ ও ডা. ফয়জুল হাকিম লালাকে যুগ্ম-আহবায়ক এবং অধ্যাপক ডা. শাকিল আখতারকে সদস্য সচিব করে ১৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. এস এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এম এইচ ফারুকী, ডা. গোলাম রাব্বানী, ডা. সুশান্ত বড়ুয়া, ডা. মজিবুল হক আরজু, ডা. কে এম এইচ তৌহিদ, ডা. মণীষা চক্রবর্তী, ডা. প্রনবেন্দু দেব ও ডা. জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

 

/এসটিএস/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ