X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৮ বিচারপতিকে ২ বার শপথ পড়ানোর ব্যাখ্যা দিলো সুপ্রিম কোর্ট প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৭:০৩আপডেট : ৩১ মে ২০২০, ১৭:০৪

১৮ বিচারপতিকে ২ বার শপথ পড়ানোর ব্যাখ্যা দিলো সুপ্রিম কোর্ট প্রশাসন করোনার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করানোর কয়েক ঘণ্টা পর সশরীরে হাইকোর্টের ১৮ বিচারপতিকে শপথ পড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (৩১ মে) সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করানোর সময় কারিগরি ত্রুটির কারণে বিচারপতিদের শপথ গ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় পুনরায় তাদের শপথ পড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেন প্রধান বিচারপতি। সে কারণে গত ৩০ মে রাত ৯ টা ৩০ মিনিটে প্রধান বিচারপতির খাস কামড়ায় তাদের (হাইকোর্টের ১৮ বিচারপতি) বিচারপতিকে শপথ পড়ানো হয়।
এর আগে গত ৩০ মে বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৮ বিচারপতিকে এক এক করে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। আর অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের। রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে গত ৩০ মে রাতে সুপ্রিম কোর্টে ডেকে এনে পুনরায় ১৮ বিচারপতিকে শপথ বাক পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
২০১৮ সালের ৩১ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত ১৮ জন বিচারপতি শপথ গ্রহণ করেন। এরপর গত ২৯ মে তাদেরকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এই ১৮ বিচারপতি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা