X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী স্মরণে হাবের দোয়া অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২০, ০৬:০০আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:১০

প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এর স্মরণে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সোমাবার (৬ জুলাই) বিকালে ভার্চুয়াল এই অনুষ্ঠানটি বেলা তিনটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে।

হাবের সভাপতি এম শাহদাত হোসেন তসলিমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, আলেম ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।

এই সময় সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘ভালো মানুষ অনেক আছেন। শেখ আব্দুল্লাহ শুধু একজন ভালো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন কাজের মানুষ। তার মতো মানুষ আর আসবে না।’

ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ‘তিনি মন্ত্রণালয়ে এসেই ঘোষণা দিয়েছিলেন-নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবেন না। সে অনুযায়ীই কাজ করেছেন।’

অতিরিক্ত সচিব এবি এম আমিন উল্লাহ নূরী বলেন, ‘তিনি হজ ব্যবস্থার ব্যাপারে বলেছিলেন, কেউ হাজিদের চোখে পানি আনলে আমি তার চোখে পানি এনে ছাড়বো। তিনি হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার সর্বাত্মক উদ্যোগ নিয়েছিলেন।’

বক্তারা বলেন, ধর্ম মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একজন আলেম ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব পান। যিনি একাধারে কোরআনে হাফেজও ছিল। তিনি অনর্গল ইংরেজিতেও কথা বলতে পারতেন। তিনি দায়িত্ব পাওয়ার প্রথম বছরেই হজ ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য আসে। দায়িত্ব নেওয়ার পর তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি নিরসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সরকারের সঙ্গে আলেম-উলামাদের দুরত্ব কমাতে এবং কওমী শিক্ষায় দাওরায়ে হাদীসের সনদ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আলোচনায় আরও অংশ নেন সৌদি আরবে দক্ষিণ এশীয় হজ সংস্থা মোয়াস্সাসা অফিসের ডিজি ওমর সিরাজ আকবর, সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর (হজ) মাকসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবি এম আমিন উল্লাহ নূরী, মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বেফাক নেতা মাহলানা মাহফুজুল হক, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতী মাওলানা রূহুল আমিন, ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নুরুল আমিন, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া প্রমুখ।

/সিএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে