X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

প্রজাতন্ত্রের সব কর্মচারীকে জনকল্যাণে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

বাংলা চিট্রবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২০, ২০:০৭আপডেট : ৩০ জুলাই ২০২০, ২০:০৯

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে সরকার দায়বদ্ধ, তাই প্রজাতন্ত্রের সব কর্মচারীকে জনগণের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধ থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের কল্যাণে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থা ও দফতরের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব  কথা বলেন।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকার ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মচারীকে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন বলেন, ‘করোনার কারণে স্বাস্থ্য খাতের মতো শিক্ষা খাতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আপনারা অঙ্গীকার করছেন, আগামী একবছরে আপনারা কী কী কাজ করবেন। আপনারা নিষ্ঠার সঙ্গে আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে কোনও রকমের অজুহাত আশা করছি না।’

কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘মাদ্রাসা শিক্ষা এখন মূলধারার শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এখন সবকিছুই পড়ানো হয়। এই শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাকেও মূলধারার করতে হবে এবং এনরোলমেন্ট ৫০ শতাংশে উন্নিত করতে হবে।’

উল্লেখ্য,বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন দফতর ও সংস্থার চুক্তি হলো। এরপর  মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে চুক্তি করবে শিক্ষা মন্ত্রণালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতর ও সংস্থা প্রধানরা।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিল্লাপাল্লা
পুলিশের সঙ্গে হাজী সেলিমের চিল্লাপাল্লা
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম রিমান্ডে
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম রিমান্ডে
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা