X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বাংলামোটরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭

ঝুলন্ত লাশ রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকা থেকে তাহমিনা আক্তার কলি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি কলির স্বামী শাকিল তাকে হত্যা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলামোটরের ৭৪/গ পাম্পের গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আমানত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের সিলিংয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

পুলিশের প্রাথমিক ধারণা, কলি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই আমানত।

নিহত তাহমিনা আক্তার কলি নোয়াখালী সদরের নোয়ান্নাই ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, কলি আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে আত্মহত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

নিহতের দুলাভাই জানান, নোয়াখালী থেকে কলিকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে এসে তিন মাস আটকে রাখে কথিত স্বামী মো. শাকিল (২৩)। এরপর সে কলিকে হত্যা করেছে।  শাকিল একই ইউনিয়নের খোকন মোল্লার ছেলে।

তিনি বলেন, ‘হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়েছি। নোয়াখালী থেকে আমরা ঢাকায় আসছি। হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করবো।’

 

 

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড