X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলামোটরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭

ঝুলন্ত লাশ রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকা থেকে তাহমিনা আক্তার কলি (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবি কলির স্বামী শাকিল তাকে হত্যা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলামোটরের ৭৪/গ পাম্পের গলির একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আমানত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের সিলিংয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

পুলিশের প্রাথমিক ধারণা, কলি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই আমানত।

নিহত তাহমিনা আক্তার কলি নোয়াখালী সদরের নোয়ান্নাই ইউনিয়নের শিবপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, কলি আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে আত্মহত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

নিহতের দুলাভাই জানান, নোয়াখালী থেকে কলিকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে এসে তিন মাস আটকে রাখে কথিত স্বামী মো. শাকিল (২৩)। এরপর সে কলিকে হত্যা করেছে।  শাকিল একই ইউনিয়নের খোকন মোল্লার ছেলে।

তিনি বলেন, ‘হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়েছি। নোয়াখালী থেকে আমরা ঢাকায় আসছি। হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করবো।’

 

 

 

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ