X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

জমি-বাগান-পুকুর ধ্বংসের অভিযোগ হিজড়া শুকতারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

জমি-বাগান-পুকুর ধ্বংসের অভিযোগ হিজড়া শুকতারার

নিজেদের ফসলি জমি, ধান ও সবজি ক্ষেত, বাগান ধ্বংসের অভিযোগ জানিয়েছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) শুকতারা। তার দাবি, চাচা ও চাচাতো ভাইয়েরা ফসল ধ্বংসের পাশাপাশি লুট করে নিয়েছে পুকুরের মাছ। স্থানীয়ভাবে প্রশাসনের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নিজের শরীরে কাফনের কাপড় পরে এসব অভিযোগ করেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের শুকতারা। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন অংশ নেন।

মানববন্ধনে শুকতারা বলেন, ‘আমার বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুর রহমান। তার বয়স হয়েছে, প্রায়ই অসুস্থ থাকেন। আমাদের পরিবারে আমার প্রতিবন্ধী এক বোনসহ সবাই বসবাস করে আসছি। তবে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। আমাদের বেশ কিছু জমির ফসল ও সবজি ক্ষেত তারা ধ্বংস করে ফেলেছে। পুকুরের মাছ লুটপাট করেছে, গাছ, ফলদ গাছ কেটে নিয়েছে। এখনও তারা আমাদের হুমকি দেয়। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার পাইনি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘হিজড়া হয়ে জন্ম নিলেও তো আমি মানুষ। তাই বলে আমাদের সব দখল হয়ে যাবে, আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হবে? এটা কোন সমাজ যে বিচার চেয়েও বিচার পাবো না। আমি তো কাজ করে খাই, কারও প্রতি আমার বিদ্বেষ নেই। তবে আমার সম্পদ কেন কেড়ে নেওয়া হবে?’

বিচার দাবি করে শুকতারা বলেন, ‘স্থানীয়ভাবে পুলিশের কাছে অভিযোগ দিলেও তারা চুপ করে থাকে। আমি সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতা চাই। আমি তাদের বিচার চাই, জীবনের নিরাপত্তা চাই।’

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট স্ট্রোক সম্পর্কে যা কিছু জানা জরুরি
হিট স্ট্রোক সম্পর্কে যা কিছু জানা জরুরি
রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সাম্যের মরদেহের অপেক্ষায় স্বজনরা, এলাকাজুড়ে শোকের ছায়া
সাম্যের মরদেহের অপেক্ষায় স্বজনরা, এলাকাজুড়ে শোকের ছায়া
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর
শেখ হাসিনাকে অবসরে গান শোনাতেন মমতাজ: পাবলিক প্রসিকিউটর