X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

জমি-বাগান-পুকুর ধ্বংসের অভিযোগ হিজড়া শুকতারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

জমি-বাগান-পুকুর ধ্বংসের অভিযোগ হিজড়া শুকতারার

নিজেদের ফসলি জমি, ধান ও সবজি ক্ষেত, বাগান ধ্বংসের অভিযোগ জানিয়েছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) শুকতারা। তার দাবি, চাচা ও চাচাতো ভাইয়েরা ফসল ধ্বংসের পাশাপাশি লুট করে নিয়েছে পুকুরের মাছ। স্থানীয়ভাবে প্রশাসনের কাছে অভিযোগ করে কোনও প্রতিকার পাননি তিনি।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নিজের শরীরে কাফনের কাপড় পরে এসব অভিযোগ করেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের শুকতারা। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজন অংশ নেন।

মানববন্ধনে শুকতারা বলেন, ‘আমার বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুর রহমান। তার বয়স হয়েছে, প্রায়ই অসুস্থ থাকেন। আমাদের পরিবারে আমার প্রতিবন্ধী এক বোনসহ সবাই বসবাস করে আসছি। তবে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করে আসছে। আমাদের বেশ কিছু জমির ফসল ও সবজি ক্ষেত তারা ধ্বংস করে ফেলেছে। পুকুরের মাছ লুটপাট করেছে, গাছ, ফলদ গাছ কেটে নিয়েছে। এখনও তারা আমাদের হুমকি দেয়। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনও প্রতিকার পাইনি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘হিজড়া হয়ে জন্ম নিলেও তো আমি মানুষ। তাই বলে আমাদের সব দখল হয়ে যাবে, আমাকে প্রাণে মারার হুমকি দেওয়া হবে? এটা কোন সমাজ যে বিচার চেয়েও বিচার পাবো না। আমি তো কাজ করে খাই, কারও প্রতি আমার বিদ্বেষ নেই। তবে আমার সম্পদ কেন কেড়ে নেওয়া হবে?’

বিচার দাবি করে শুকতারা বলেন, ‘স্থানীয়ভাবে পুলিশের কাছে অভিযোগ দিলেও তারা চুপ করে থাকে। আমি সমাজের সব ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতা চাই। আমি তাদের বিচার চাই, জীবনের নিরাপত্তা চাই।’

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে