X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিআরটিএ’র অভিযানে ৯১ মামলায় দেড়লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১

বিআরটিএ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।  সংস্থাটির এই অভিযানে ৯১টি মামলায় এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ ও সাতটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রেডিও কলোনি, সাভার, পল্টন, শাহআলী, মিরপুর, কোবা মসজিদ, মানিক মিয়া অ্যাভিনিউ, কলেজ গেট, মোহাম্মদপুর, উত্তরা এবং চট্টগ্রাম মহানগরীর তিন পোলের মাথা, বহদ্দারহাট ও নতুন ব্রিজ এলাকায় এসব আদালত পরিচালিত হয়।

বিআরটিএ’র উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রেডিও কলোনি ও সাভার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে  ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর আদালত শাহআলী এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কোবা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময়ে একটি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের ভ্রাম্যমাণ আদালত মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের আদালত কলেজ গেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলমের আদালত উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে  ৫টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর তিন পোলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় একটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৪টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে