X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রী নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজানুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৬:১০আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৬:১৩

মিজানুর রহমান সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের হত্যা মামলার  প্রধান আসামি  মিজানুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান জবানবন্দি গ্রহণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট  আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  জানান, বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ উপ-পরিদর্শক  নির্মল চন্দ্র দাস আসামিকে সাত দিনের রিমান্ড শেষে  আদালতে হাজির করেন। একই সঙ্গে আসামি মিজানু রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক  জবানবন্দি দিতে সম্মত হওয়ায়  তা রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জবানবন্দি গ্রহণ শেষে আসামি মিজানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত  ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় কর্নেল ব্রিক ফিল্ডের পাশে পারভেজ নামে এক ব্যক্তির বাসা থেকে  মিজানুরকে গ্রেফতার করে পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গত ২০ সেপ্টেম্বর কিশোরী নিলা রায়কে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় মিজানুর। নীলার পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান।  প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে সে নীলাকে হত্যা করে

ওই ঘটনায় নীলার বাবা নারায়ণ রায়  গত ২১ সেপ্টেম্বর রাতে মিজান,তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাভার থানায় মামলাটি দায়ের করেন।

 

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ