X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তথ্য জালিয়াতি করে শিক্ষকের পদোন্নতির ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত

এস এম আববাস
০৪ অক্টোবর ২০২০, ০৮:৫৯আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১০:২২

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

অবৈধ সুবিধা নিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একজন জুনিয়র শিক্ষকের পদোন্নতির জন্য শিক্ষক প্যাটার্ন জমা দেন অধ্যক্ষ। এ ব্যাপারে অভিযোগ থাকলেও যাচাই-বাছাই না করেই পদোন্নতির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে সুপারিশ প্রতিবেদন পাঠান আঞ্চলিক পরিচালক। আর জালিয়াতির আশ্রয় নেওয়া তথ্যেই সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান কলেজের সেই জুনিয়র শিক্ষক। গত জুলাই মাসের এমপিও বৈঠকে জুনিয়র প্রভাষক মো. সামরুল হককে উচ্চতর স্কেলের সুপারিশ করা হয়। রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটেছে।

পরে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. কামারুজ্জামান এবং রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. মো. কামাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ও আদালতে মামলা করেন পদোন্নতি বঞ্চিত পৌরনীতি বিষয়ের শিক্ষক মো. হোসেন কবির।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'অনলাইনে অধ্যক্ষের পাঠানো তথ্যের ভিত্তিতে মো. সামরুল হককে পদোন্নতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। অভিযোগের পর অধ্যক্ষের পাঠানো কাগজপত্রে টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। সরেজমিন তদন্ত করে অধ্যক্ষকে শোকজ করা হয়েছে। পদোন্নতি পাওয়া শিক্ষক নিঃশর্ত ক্ষমা চেয়েছেন লিখিতভাবে। আইনগতভাবে আঞ্চলিক অফিসের কোনও ত্রুটি নেই।'

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ মো. কামারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, 'অফিসের বেশিরভাগ কাজ করেন জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. সামরুল হক। যেহেতু কাগজগুলো স্ক্যান করে অনলাইনে পাঠাতে হয়, তাকে কাগজগুলো পাঠাতে বলেছিলাম। কাগজপত্র স্ক্যান করতে গিয়ে উনি ভুল করেছেন। তিনি লিখিতভাবে স্বীকার করেছেন। সে কারণে আমি তাকে শোকজও করেছি।' তবে মামলা হওয়ার পর ওই শিক্ষককে ভুল করেছেন মর্মে স্বীকারোক্তি লিখতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এই বিষয়টি সংশোধনের জন্য আঞ্চলিক অফিসে নিজেও আবেদন করেছেন বলে জানান অধ্যক্ষ মো. কামারুজ্জামান। তিনি বলেন, 'আমি ভুল হয়ে গেছে বলে আঞ্চলিক অফিসে একটি আবেদন করেছিলাম। সরেজমিনে তদন্ত করার জন্য আঞ্চলিক পরিচালককে অনুরোধ করেছিলাম।'

অধ্যক্ষের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. মো. কামাল হোসেন বলেন, 'অধ্যক্ষ কাকে দিয়ে অনলাইনে কাগজ পাঠিয়েছেন, তা আমার দেখার বিষয় নয়। দায়িত্ব অধ্যক্ষের। তদন্তের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।'

এই ঘটনার পর অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ৩ সেপ্টেম্বর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ, চলতি দায়িত্বে) ড. আবু রেজা আজাদকে নির্দেশ দেয়। সরেজমিনে ঘটনা তদন্ত করতে গত ২৭ সেপ্টেম্বর কলেজে যান সহকারী পরিচালক। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দিন তদন্ত কর্মকর্তার সঙ্গে যান আঞ্চলিক পরিচালক ড. মো. কামাল হোসেন নিজেই। তদন্ত শেষ করে ওইদিনই কলেজের অধ্যক্ষকে শোকজ করেন।

পদোন্নতি বঞ্চিত শিক্ষক মো. হেসেন কবির বলেন, 'পদোন্নতি পাইয়ে দিতে নিয়োগ ও যোগদানের তারিখ বদলিয়ে জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সামরুল হককে সিনিয়র দেখিয়ে শিক্ষক প্যাটার্ন তৈরি করেন অধ্যক্ষ। বিষয়টি জানতে পেরে গত ২৩ ফেব্রুয়ারি আঞ্চলিক পরিচালক বরাবর অভিযোগ করি। আঞ্চলিক পরিচালকের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ বরাবর সিনিয়রের ভিত্তিতে পদোন্নতির সুপারিশের জন্য আবেদন জানানো হয়।' কিন্তু অধ্যক্ষ বিষয়টি আমলে না নিয়ে জীববিজ্ঞানের প্রভাষক সামরুল হককে সিনিয়র হিসেবে উল্লেখ করে আঞ্চলিক অফিসে তালিকা পাঠান। অধ্যক্ষের পাঠানো তথ্য অনুযায়ী রাজশাহীর আঞ্চলিক অফিস জীববিজ্ঞানের প্রভাষক মো. সামরুল হককে পদোন্নতি দেন। আমি বঞ্চিত হই। সে কারণেই মামলা করেছি।'

মো. হোসেন কবির জানান, গত ৮ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে লিখিত অভিযোগ করেছি। এরপর গত ২৯ জুন বিষয়টি তদন্ত করে সহকারী অধ্যাপক হিসেবে সামরুলকে বাদ দিয়ে আমাকে পদোন্নতি দেওয়ার জন্য আবেদন করেছি। এই ঘটনায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর ৩ সেপ্টেম্বর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালককে তদন্তের নির্দেশ দেয়।

এসব বিষয়ে জানতে চাইলে পদোন্নতি পাওয়া শিক্ষক মো. সামরুল হক বলেন, ‘বিষয়টি মীমাংসা করা হবে। যা কিছু হয়েছে সিস্টেম অনুযায়ী।'

 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ