X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

দুবাই আবুধাবি শ্রীলঙ্কা ও মালদ্বীপে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইউএস-বাংলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২৩:১২আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:১৪

দুবাই আবুধাবি শ্রীলঙ্কা ও মালদ্বীপে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইউএস-বাংলার

নতুন বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দুবাই ও আবুধাবিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা। একইসঙ্গে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সটি।  রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে  এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  ইউএস- বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন শিকদার মেজবাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার মধ্যেও দেশে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন বেড়েছে। তবে করোনার ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে অন্তত দুই বছর সময় লাগবে।’

ল্যান্ডিং, নেভিগেশন ও পার্কিংসহ বিভিন্ন চার্জ কমানোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আন্তর্জাতিক রুট নির্বিঘ্ন করতে ইউএস-বাংলার বহরে শিগগিরই আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এবং দুটি ব্র্যান্ড নিউ এটিআর যুক্ত হবে।

শিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, ‘করোনাকালে ইউএস বাংলা এয়ারলাইন্সই একমাত্র দেশীয় এয়ারলাইন্স, যে একটি মাত্র রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রেখেছিল। তা হচ্ছে ঢাকা থেকে গুয়াংজু। করোনাভাইরাসের মহামারির মাঝেও বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ১০০টির অধিক স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছি ‘ তিনি বলেন, ‘বর্তমানে ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ছাড়াও মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও গুয়াংজু রুটে আমরা ফ্লাইট পরিচালনা করছি। এছাড়া চট্টগ্রাম থেকে মাস্কাট, দোহা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।’

ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘বিশ্বের অনেক বিখ্যাত এয়ারলাইন্স কোভিড ১৯ এর সময় এয়ারলাইন্সকে টিকিয়ে রাখার জন্য কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। কিন্তু ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্মীদের নিজের পরিবারে রেখে দেওয়ার মানসিকতা দেখিয়েছে। সব কর্মীকে বিনামূল্যে কোভিড ১৯ টেস্ট করতে সহযোগিতা করেছে।’

সরকারের কাছে দাবি জানিয়ে ইউএস বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘নানাবিধ সমস্যায় জর্জরিত এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন সময়ে বাংলাদেশের এভিয়েশন খাতকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তার জন্য আবেদন করেছে বেসরকারি এয়ারলাইন্সগুলো। বিশেষ করে অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা, জেট ফুয়েল কস্টকে আন্তর্জাতিক মানদণ্ডে নিরূপণ করা, প্যাসেঞ্জার এয়ারলাইন্সের জন্য হ্যাঙ্গার সুবিধা  ইত্যাদি।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে