X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাবনার ৭ পৌরসভায় আ.লীগ ৫, বিদ্রোহী ১, স্বতন্ত্র ১

পাবনা প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৫, ০১:০৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ০১:২০

পাবনার সাত পৌরসভার নির্বাচনি ফলে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৫ জন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১ জন ও সদর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, পাবনা সদর পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান মিন্টু নারিকেল গাছ প্রতীকে ৩০ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিব হাসান টিপু পেয়েছেন ২৪ হাজার ৬৫৪ ভোট।

পাবনা

ঈশ্বরদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মোখলেছুর রহমান বাবলু পেয়েছেন ৯ হাজার ৩৭২ ভোট।

চাটমোহর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র রেজাউল করিম দুলাল মির্জা জগ প্রতীকে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯০৩ ভোট।

ভাঙ্গুড়া পৌরসভায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম হাসনায়েন রাসেল নৌকা প্রতীকে ৫ হাজার ২০৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান। তিনি পেয়েছেন ৩ হাজার ২৯৫ ভোট।

ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ নৌকা প্রতীকে ৩ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক ধানের শীষে প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৪৮৩ ভোট।

সুজানগর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল ওহাব ৬ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন তোফা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৯৫ ভোট।

সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক নৌকা প্রতীকে ১২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ধানের শীষের সিরাজুল ইসলাম। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৭ ভোট।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!