X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অর্ধেক বলছে দেশ ঠিক পথে, অর্ধেক বলছে বিপথে!

শেরিফ আল সায়ার ও মিজানুর রহমান
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১০



দেশ কি সঠিক পথে চলেছে বলে মনে করেন? দেশের প্রায় অর্ধেক মানুষ মনে করেন, গত দুই বছর ধরে দেশ ঠিক পথেই এগোচ্ছে। পক্ষান্তরে অর্ধেক মনে করছেন, দেশ ঠিক পথে চলছে না। তবে বর্তমান সময়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু হিসেবে ২৯.৭৮ শতাংশ মানুষ রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে মত দিয়েছেন। বাংলা ট্রিবিউনের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এ তথ্য।

সারাদেশের ৬৪টি জেলায় বয়স, শ্রেণি ও পেশার ভিত্তিতে মোট ৪৯৫০ জনের ওপর চালানো এ জরিপে দেখা গেছে, ৪৮.৬১ শতাংশ মানুষ মনে করছেন দেশ ঠিক পথে চলছে না। বিপরীতে ৪৮.৫৯ শতাংশ মনে করছেন দেশ ঠিক পথেই আছে। দেশ ঠিক পথে আছে, এমনটা যারা মনে করেন, তাদের মধ্যে চাকরিজীবীর সংখ্যাই বেশি। অন্যদিকে ‘ঠিক পথে নেই’ যারা বলেছেন, তাদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা বেশি।

রাজনৈতিক স্থিতিশীলতা চান বেশিরভাগ মানুষ 

এই মুহূর্তে আপনার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু কী?

 

জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল- এই মুহূর্তে আপনার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু কী? এর উত্তরে ২৯ দশমিক ৭৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের কাছে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা। অন্যদিকে ২০ দশমিক ৪২ শতাংশ জানিয়েছেন সংসদ নির্বাচন।

আয় বেড়েছে চাকরিজীবীদের, ব্যবসায়ীদের বাড়েনি

গত দুই বছরে আপনার আয় কি বেড়েছে?

জরিপে গত দুই বছরে দেশের মানুষের আয়-ব্যয়ের অবস্থাও জানতে চেয়েছিল বাংলা ট্রিবিউন। সারাদেশে চালানো জরিপে দেখা গেছে, গত দুই বছরে অর্ধেকেরও বেশি (৫৫ শতাংশ) মানুষের আয় বাড়েনি। বেড়েছে ৪৪ দশমিক ৬৭ শতাংশের।  

তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে চাকরিজীবীদের ক্ষেত্রে। গত দুই বছরে সারাদেশে ও বিভাগীয় শহর পর্যায়ে বেশিরভাগ চাকরিজীবীর আয় বেড়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যায় তাদের আয় বাড়েনি। 


গত দুই বছরে আপনার আয় কি বেড়েছে?

অপরদিকে গত দুই বছরে ব্যয় বেড়েছে ৯২ শতাংশ মানুষের। আয় বৃদ্ধিতে কিছুটা বৈচিত্র্য দেখা গেলেও ব্যয় বৃদ্ধির দিক থেকে সকল শ্রেণি-পেশার মানুষেরই একই অবস্থা দেখা গেছে।

গত দুই বছরে আপনার ব্যয় কি বেড়েছে?

উল্লেখ্য, সারাদেশে ৬৪টি জেলার ৪৯৫০ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১৭ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি এ জরিপ পরিচালনা করে বাংলা ট্রিবিউন।

জরিপ প্রক্রিয়া:

জরিপের সময়কাল: ১৭ জানুয়ারি-২৫ জানুয়ারি, ২০১৬

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন  

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:
১. প্রতি জেলায় ৫০ জন করে ৬৪টি জেলায় জরিপ চলানো হয়েছে।
২. ৭টি বিভাগীয় শহরের প্রতিটিতে ৩০০ জনের ওপর জরিপ করা হয়েছে (ময়মনসিংহ বিভাগীয় শহর বাদে)। 
৩. রাজধানী ঢাকায় ৩০০ জনের ওপর জরিপ পরিচালনা করা হয়।
৪. দৈবচয়ন (Random) প্রক্রিয়ায় প্রতি ১০ মিনিট অন্তর নমুনা সংগ্রহ করা হয়।
৫. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।  
৬. নমুনা সংগ্রহের জন্য জেলা/বিভাগীয় শহরের হাট বাজার/শপিং মলকে স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে।
৭. জরিপে আয়ের প্রশ্নে ছাত্র এবং গৃহিনীর ক্ষেত্রে তাদের পরিবারের আয়-ব্যয় সম্পর্কে জানতে চাওয়া হয়।

/এফএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি