X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৫০০ শয্যার বার্ন ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশে

জাকিয়া আহমেদ
০৫ এপ্রিল ২০১৬, ২৩:৩০আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২৩:৩০

বার্ন-ইনস্টিটিউট বাংলাদেশে প্রতিবছর ৬ লাখ মানুষ বিভিন্নভাবে দগ্ধ হয়। চিকিৎসার সুযোগের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। ফলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার বার্ন ইউনিটে সারা বছরই লেগে থাকে রোগীর উপচেপড়া ভিড়। চিকিৎসকরা হিমশিম খান। রোগীরাও পান না উপযুক্ত সেবা। ইউনিটের মেঝে আর বারান্দায় গাদাগাদি করে রোগীদের থাকতে হয়। ফলে ছড়িয়ে পড়ে সক্রমণ।

বিষয়টি মাথায় রেখে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫০০ শয্যার এ ইনস্টিটিউট হবে পোড়া রোগীদের চিকিৎসার জন্য পৃথিবীর অন্যতম বড় প্রতিষ্ঠান।

বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গত বছরের ২৪ নভেম্বর একনেক সভায় এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প অনুমোদন পায়। এর আগে ফেব্রুয়ারিতে একটি আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইনস্টিটিউট গড়ে তোলার ঘোষণা দেন।

জানা গেছে, ৬ লাখ পোড়া মানুষের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ সার্জন রয়েছেন মাত্র ৫২ জন। ইনস্টিটিউট হলে শয্যার পাশাপাশি চিকিৎসকের সংখ্যাও বাড়বে। এতে থাকবে ১০০টি কেবিন, ৬০ বেডের হাইডেফিসিয়েন্সি ইউনিট (এইচডিইউ), ৪০ বেডের আইসিইউ, ১২টি অপারেশন থিয়েটার এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডসহ সব ধরনের পরীক্ষার অত্যাধুনিক ব্যবস্থা।

মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তত্ত্বাবধানে পুরোদমে কাজ এগিয়ে চলেছে। কথা বলে জানা গেল, প্রায় দেড় হাজার মানুষের বসার জায়গা করে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিন থেকেই এর কাজ শুরু হবে।

কাগজপত্র থেকে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ৫০০ বেডের হাসপাতালের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৩৮ কোটি ৬৭ লাখ টাকা। পুরান ঢাকার চাঁনখার পুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশেই নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরে। প্রকল্পটির তত্ত্বাবধানে থাকছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

মঞ্চ প্রস্তুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই কাজ করছে। কারণ প্রধানমন্ত্রী চান একটি উন্নতমানের ইনস্টিটিউট নির্মিত হোক। ইনস্টিটিউটের সঙ্গে বার্ন ইউনিটের যোগাযোগের জন্য ফ্লাইওভারও নির্মাণ করা হবে। এটি হবে বিশ্বের অন্যতম বড় বার্ন ইনস্টিটিউট।

জানা গেল, প্রায় ২ একর জমিতে ১৭তলার এই বার্ন ইনস্টিটিউটে থাকবে হেলিপ্যাড। বাংলাদেশের সরকারি কোনও হাসপাতালে এটিই হবে প্রথম হেলিপ্যাড। ভবনের প্রথম দুইতলা হবে বেজমেন্ট আর বাকি ১৫তলা থাকবে ইনস্টিটিউটের অন্যান্য বিভাগের জন্য। ভবনের একদিকে থাকবে বার্ন অন্যদিকে থাকবে প্লাস্টিক সার্জারি ইউনিট। আরেকটি ব্লকে থাকবে অ্যাকাডেমিক ভবন। বার্ন ও প্লাস্টিক সার্জারির অত্যাধুনিক চিকিৎসা এখানে দেওয়া হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট জরুরি বিভাগ হিসেবে চালু রাখা হবে।

বার্ন ইনস্টিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম বলেন, এই ইনস্টিটিউট যতো দ্রুত হবে মানুষের দুর্ভোগ ততো কমবে। এখান থেকে চিকিৎসক তৈরি করে সারাদেশে ছড়িয়ে দেওয়া হলে মানুষ ভালো চিকিৎসা পাবে।

প্লাস্টিক সার্জারির বিষয়ে ডা. সেন বলেন, আমাদের দেশে প্রতিবছর প্রায় ৬ হাজার ঠোঁটকাটা শিশুর জন্ম হয়। এই সমস্যার সমাধানের জন্য প্রশিক্ষিত চিকিৎসক দরকার। এখানে এর জন্য একটি ট্রেনিং সেন্টার করা হবে। চিকিৎসক ও নার্সরা প্রশিক্ষণ নিয়ে ওইসব শিশুদের বিশেষ চিকিৎসা দেবেন। এ ধরনের বিভিন্ন কার্যক্রম থাকবে।

বর্তমান প্রজন্মের চিকিৎসকরা অনেক বেশি ডেডিকেটেড জানিয়ে ডা. সেন জানান, এখানে শিক্ষা সুযোগ থাকবে বেশি। ছেলেমেয়েরা এখানে পড়তে আসবে। তারা যখন সারাদেশে ছড়িয়ে পড়বে, তখন আর দূর দূরান্ত থেকে রোগীদের ঢাকা মেডিক্যালে ছুটে আসতে হবে না।
/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’