X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ছাড়া কালো রংয়ের ওয়াকিটকি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ০৯:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১১:০৬

কালো ওয়াকিটকি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি ) কালো রংয়ের ওয়াকিটকির অবাধ ব্যবহার বন্ধ করতে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ছাড়া আর কেউ এই কালো রংয়ের ওয়াকিটকি ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি ও বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন প্রয়োজনে ওয়াকিটকির ব্যবহার বেড়ে যাওয়ায় বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ ওয়াকিটকি ব্যবহার করলে তাদের কালো রংয়ের পরিবর্তে অন্য রংয়ের ওয়াকিটকি ব্যবহার করতে হবে।
বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, সহজে যোগাযোগের সুযোগ এবং টেলিকম রেগুলেটরের কাছ থেকে অনুমোদন নিয়ে যে কারও ওয়াকিটকি ব্যবহারের সুযোগ থাকায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। তিনি বলেন, ‘আমরা কালো রংয়ের ওয়াকিটকি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছি যাতে সাধারণ মানুষ সহজেই তাদের চিনতে পারে।’
তিনি জানান, সরকারি অন্যান্য সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠান রেডিও ফ্রিকোয়েন্সি ভিত্তিক এই ডিভাইস ব্যবহার করতে পারবে। তবে টেলিকম রেগুলেটরের অনুমোদন নিয়ে অন্য রংয়ের ওয়াকিটকি বেছে নিতে হবে।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কালো রংয়ের ওয়াকিটকির ব্যবহার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো রংয়ের  ওয়াকিটকির জন্য টেলিকম রেগুলেটর নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি ) দেবে না। এখন যে সব কালো রংয়ের ওয়াকিটকি আছে এগুলোর মেয়াদ শেষ হওয়ার পরে এ রংয়ের ওয়াকিটকির ব্যবহার কমে আসবে।

বিটিআরসি নির্দেশনায় বলা হয়েছে, যে কোনও ব্যক্তি বা কোম্পানিকে রেডিও ফ্রিকোয়েন্সি সরঞ্জাম আমদানির জন্য প্রথমে টেলিকম রেগুলেটরের কাছে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে এনওসি নিতে হবে।

বিটিআরসি কর্মকর্তা বলেন, বিভিন্ন বাস কোম্পানি, বেসরকারি নিরাপত্তা সংস্থা, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, সিটি করপোরেশন, ওয়াসা এবং অন্যান্য প্রতিষ্ঠান ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করছে।

বাস কোম্পানিগুলো রাজধানী জুড়ে যোগাযোগ সুবিধার জন্য শক্তিশালী ওয়াকিটকি ব্যবহার করছে।

পাশাপাশি ওয়াকিটকি ডিভাইস দেখিয়ে দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা সংস্থার নামে অপরাধ কার্যক্রম চালাচ্ছে বলে বিটিআরসি কর্মকর্তা অভিযোগ করেন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা