X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যশোরে স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মিসভায় হামলা

যশোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৯:২৬

যশোর

যশোরের অভয়নগরে শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেনের (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) কর্মিসভায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা নওয়াপাড়ার সোহরাব প্লাজার সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ৫-৬ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন জানান, পৌর নির্বাচন উপলক্ষে বিকাল ৩টার দিকে নওয়াপাড়া বাজারের সোহরাব প্লাজার তিনতলায় নির্বাচনি কার্যালয়ে কর্মিসভা করা হয়। বিকাল পৌনে চারটার দিকে আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত দাসের কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে সেখানে অতর্কিতে হামলা চালায়। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং কার্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে আধঘণ্টার মতো অবস্থান নেয়। এ সময় মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড গুলি ছোড়ে।এ ঘটনার পর নওয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, টুটুল ইসলাম, জসীম উদ্দিন, জিয়াউর রহমান, শিমুল প্রমুখ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কর্মিসভায় হামলা হয়েছিল। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায় এবং নিরাপত্তার স্বার্থে ৫ রাউন্ড গুলি বর্ষণ করা হয়।পরিস্থিতি এখন শান্ত।

 

/এআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক