X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীর জামাতার মৃত্যুর কারণ জা‌নে না ব্রিটিশ পু‌লিশ

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১৯ এপ্রিল ২০২১, ২২:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৫১

পুর‌নো ঢাকার ধনাঢ্য ব‌্যাবসায়ী ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের জামাতা দিলশাদ হো‌সেন (৪৬) যুক্তরা‌জ্যের লন্ডনে কিভা‌বে মারা গে‌ছেন তা এখ‌নও নি‌শ্চিত ক‌রেনি পু‌লিশ। তারা বল‌ছেন, ময়নাতদন্ত শে‌ষে এ ব্যাপারে বিস্তারিত জানা‌বেন।

সোমবার (১৯ এপ্রিল) বি‌কা‌লে ঘটনাস্থ‌লের নিকটতম সা‌রের রা‌নি‌মেইড পু‌লিশ স্টেশ‌নে স‌রেজ‌মিন গে‌লে পু‌লিশের একজন মুখপাত্র জানান, তদন্ত ক‌রে এ ব‌্যাপা‌রে কোনও তথ‌্য পে‌লে তারা দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে জানাবেন।

দিলশাদ হো‌সেন অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহা‌ম্মদ হা‌নি‌ফের ভাগ্নে ও সদ‌্য সা‌বেক মেয়র সাঈদ খোক‌নের ফুফু‌তো ভাই। অর্থমন্ত্রী লোটাস কামা‌লের বড় মে‌য়ে কাশ‌ফি কামা‌লের স্বামী। দিলশাদ ব্রিটে‌নে তার স্ত্রী কাশ‌ফি কামা‌লের সঙ্গে লন্ড‌নে ব‌্যবসায়িক অংশীদার ছি‌লেন। লন্ড‌নের অদু‌রে ও‌য়ে‌ব্রিজ এলাকার এক‌টি বাড়ি‌তে তারা থাক‌তেন। এ দম্পতি দুই সন্তা‌নের জনক।

সোমবার বি‌কোলে ওই বাড়ি‌টি‌তে স‌রেজমিন গে‌লে দেখা যায় দোতলা বাড়ি‌টির গ‌্যা‌রেজসহ পু‌রোপু‌রি ‌সি‌টি‌টি‌ভি ক‌্যা‌মেরার আওতাধীন।

এই বাড়িতে থাকতেন দিলশাদ

এদিকে, রবিবার লন্ডনস্থ বাংলা‌দেশ হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়, দিলশাদের মৃত্যুর বিষয়ে তারা খোঁজ-খবর রাখ‌ছেন। সোমবার এ ব‌্যাপারে অগ্রগ‌তি জান‌তে হাইক‌মিশ‌নের যোগা‌যোগ করা হ‌লে হাইক‌মিশ‌নের পক্ষ থে‌কে অর্থ মন্ত্রণাল‌য়ের গণসং‌যোগ কর্মকর্তার স্বাক্ষ‌রিত এক‌টি প্রেস রি‌লিজ পাঠা‌নো হয়।

‌এতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ড‌নে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সিসি ক্যামেরার আওতাধীন বাড়ি

উল্লেখ্য যে, বর্তমান করোনা পরিস্থিতিতে লন্ডনের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বাংলা ট্রিবিউন‌কে জানান, ক‌রোনার ম‌ধ্যে সকল আনুষ্ঠা‌নিকতা শেষ ক‌রে দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে মরহু‌মের মর‌দেহ যা‌তে দে‌শে পাঠা‌নো যায়, সেই চেষ্টা আমরা কর‌ছি।

ব্রিটিশ কোম্পানি হাউজের ত‌থ্যে জানা গে‌ছে, স্ত্রী কাশফী কামালের সঙ্গে যৌথ মালিকানাধীন কোম্পানি এএএস প্রোপার্টিজ লিমিটেড (১০৪০৯৩০২) দিলশাদ হোসাইনের অংশীদা‌রিত্ব ছিল। তবে কোম্পানিটি ২০১৬ সালের ৪ঠা অক্টোবর ইনকর্পোরেট করলেও ২০১৮ সালের ২০ মার্চ ব্রিটিশ কোম্পানি হাউজে বিলুপ্তি ঘোষণা করা হয়।

/এমআর/
সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
আজকের দিনটি আমার জন্য অনন্য: শেখ হাসিনা
আজকের দিনটি আমার জন্য অনন্য: শেখ হাসিনা
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা