X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জিয়াকে এবার ‘প্রথম রাষ্ট্রপতি’ বললেন আ. লীগ এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ০০:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৯:০২

 

 

 

সুবিদ আলী ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকার সঙ্গে একমত পোষণ করে জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া। তিনি বলেন, ‘জিয়া বাংলাদেশের প্রথম  রাষ্ট্রপতি, এটা আমি আমার বইতেও লিখেছি।’

বুধবার জাতীয় সংসদে সংসদীয় কমিটির বৈঠকে এ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন সুবিদ আলী ভূঁইয়া। এ সময় তাকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলেও আখ্যায়িত করেন কেউ কেউ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন, এমন কয়েকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদীয় কমিটির ওই বৈঠক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদের উত্থান নিয়ে আলোচনার একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ওই স্মরণিকার কথা ওঠে। সেখানে সুবিদ আলী ভুঁইয়া জিয়াউর রহমানকে দেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করেন।

সুবিদ আলীর এই মন্তব্যের পরই উপস্থিত সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সুবিদ আলীর সঙ্গে তাদের কথা-কাটাকাটিও হয়। সরকার দলের কোনও কোনও এমপি বলেন, ‘আপনি আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন না। কেবল এমপি হওয়ার সুযোগ নিতে এই দলে আছেন।’ সমালোচনার মুখেও সুবিদ আলী তার অবস্থানেই ছিলেন বলে জানা গেছে। পরে কমিটির সভাপতি শওকত আলীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ওই কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলোচনার একপর্যায়ে সুবিদ আলী বলেন, জিয়াই বাংলাদেশের প্রথম  রাষ্ট্রপতি। এটা তিনি তার বইতেও লিখেছেন। জবাবে আমি বলি, বিএনপি যে ইস্যু নিয়ে বিতর্ক করতে চায়, আপনিও যদি সেই একই বিষয় নিয়ে কথা তোলেন, তাহলে কী দাঁড়াল?’

মুহিবুর রহমান মানিক আরও বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ছাত্রলীগে শিবির অনুপ্রবেশ করেছে। এখন দেখছি সুবিদ আলীর মতো সুবিধা নিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে জামায়াত-শিবিরসহ অন্য মতাদর্শের অনেকেই ঢুকে পড়েছেন। এদের শণাক্ত করা উচিৎ।’

সুবিদ আলী ভূইয়ার সঙ্গে অন্য সদস্যদের যে বিতর্ক হয়েছে তা বৈঠকের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে কমিটির সভাপতি পরে সাংবাদিকদের জানান।

বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।

চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপির মনোনয়ন না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি ((কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।পরে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ওই্ আসনে জয় লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

/ইএইচএস/এআরএল/

আরও পড়ুন:

খালেদা জিয়াকে খোলা চিঠি দেবেন ডা.জাফরুল্লাহ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক