X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

খালেদার ডাকা জাতীয় ঐক্যের প্রস্তাব পাননি বি.চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৮

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্যের প্রস্তাব পাননি বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘আমার কাছে কোনও প্রস্তাব আসেনি। এমনকি আমার মহাসচিবের কাছেও প্রস্তাব আসেনি।’ বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ ইস্যুতে বিকল্পধারা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তবে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে জাতীয় স্বার্থে সেই ডাকে সাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন বিপল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান।

সম্প্রতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন কিনা এ প্রশ্নের উত্তরে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘যেদিন এই কমিটি ডিক্লেয়ার করা হয়, ওইদিন আমি আর উনি (ড. কামাল) একই প্রোগ্রামে ছিলাম। কিন্তু তিনি আমাকে এ সম্পর্কে কিছুই বলেননি। গণমাধ্যমে সংবাদ পড়েছি যে, তিনি কমিটি গঠন করেছেন।’

বিএনপির সঙ্গে জামায়াতের থাকা না থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, ‘এটা একটা রাজনৈতিক প্রশ্ন। বিএনপি জামায়াত ছাড়বে কিনা সেটা বিএনপি বলবে।’ 

সংবাদ সম্মেলনে বি চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ এখন ভাইরাসে রূপান্তরিত হয়েছে। এর মোকাবিলায় সবাই মিলে জাতীয় কৌশল গ্রহণ করতে হবে। সরকার কয়েকটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। এজন্য তারা কৃতিত্বের দাবিদার। কিন্তু জঙ্গিদের বড় নেতাদের জীবন্ত না পাওয়া পর্যন্ত তাদের মূল উৎপাটন করা কঠিন হবে।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিরোধী দলকে বাদ রেখে ঐক্য প্রক্রিয়া সম্পন্ন  হবে না। এ ব্যাপারে সরকারের পুনর্বিবেচনা করা উচিত।’

সংবাদ সম্মেলনে বিকল্পধারার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

/এসটিএস/এমডিপি/এপিএইচ/

আরও পড়ুন:

দুই জোটের অর্ধেক দলেরই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?