X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদার প্রস্তাবই চূড়ান্ত নয়, আলোচনার আহ্বান বিএনপি নেতাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫৭

বিএনপি

নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা চূড়ান্ত নয়। এ নিয়ে প্রয়োজনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শনিবার দুপুরে সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক সভায় দলটির নেতারা বলেন, ‘শুক্রবারের প্রস্তাব চূড়ান্ত নয়, পরিবর্তনের সুযোগ আছে। সব দলের আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার প্রস্তাবের ওপর ভিত্তি করে সব দলের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া কোনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অতীতেও হয়নি। যদি কল্যাণ চান তাহলে সব দলের সঙ্গে আলোচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ তাদের সাজানো নীল নকশাতেই চলবে। এই প্রস্তাব যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তা নয়। আপনারা আসুন আলোচনার মাধ্যমে পরিবর্তন করি।  গণতন্ত্রে বিশ্বাস করলে এই প্রস্তাবে সাড়া দেওয়া উচিত।’
দেশের উন্নয়নের কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘উন্নয়নের কথা যে আওয়ামী লীগ বলছে, প্রকৃত উন্নয়ন দেশের নয়, গুটি কয়েক মানুষের উন্নয়ন হচ্ছে। বিদেশি বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। গণতন্ত্রীহীন দেশে কোনও দেশই বিনিয়োগ করবে না।’

দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়ার নির্বাচনি রুপরেখাই চূড়ান্ত নয়। এটা একটা প্রস্তাবনা মাত্র। আপনারা আসুন আলোচনা করে যদি কিছু পরিবর্তন করার থাকে করবেন। আগামী নির্বাচনে বিএনপি প্রমাণ করে দেবে দেশে বিএনপিই একমাত্র গণতান্ত্রিক দল।’
লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ