X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২৩ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৭:৪২

আসম আব্দুর রব আগামী ২৩ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল –জেএসডি (রব)। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলটির সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে জনসভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদার সঙ্গে ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কে সাংগঠনিক মাস ঘোষণা করা হয়। এ সময়ে সারা দেশে বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মী সভা, প্রতিনিধি সভা ও গণ-সমাবেশের মধ্য দিয়ে পতাকা উত্তোলন দিবস ও জনসভা সফল করার প্রস্তুতি গ্রহণ করা হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে গৃহীত প্রস্তাবে অবিলম্বে সংবিধান সংশোধন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠন এবং ওই সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন ও কমিশনের ক্ষমতা সংক্রান্ত সুপারিশ করার বিধান রেখে সংবিধানের ১১৮ নম্বর ধারা পূর্ণ করার প্রস্তাব করা হয়।

সভায় দলটির সহ-সভাপতি তানিয়া ফেরদৌসীকে আহ্বায়ক ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সদস্য সচিব করে ২৩ মার্চের জনসভার প্রস্তুতি কমিটি এবং শহীদুল্লাহ ফরায়জীকে আহ্বায়ক ও কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্য সচিব করে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল