X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মহিলা আ.লীগের নতুন সভাপতি সাফিয়া, সা.সম্পাদক মাহমুদা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১৮:০৬আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৮:০৬

(বাঁ থেকে) সাফিয়া খাতুন ও মাহমুদ বেগম কৃক আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাফিয়া খাতুন। সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে মাহমুদা বেগম কৃককে। শনিবার (৪ মার্চ) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে মহিলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সংগঠনটির উত্তর-দক্ষিণের সভাপতি আর সাধারণ সম্পাদকও নির্বাচন করা হয়েছে। উত্তরের সভাপতি শাহেদা তারেক দীপ্তি, সাধারণ সম্পাদক শবনম শীলা, দক্ষিণের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হয়েছেন নার্গিস রহমান।

এর আগে সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘যারাই নেতা নির্বাচিত হবেন, তারা সংগঠনটিকে সুসংগঠিত রাখতে কাজ করবেন। মানুষের সেবা করতে হবে, সেবা করে মানুষের মন জয় করতে হবে।’

দীর্ঘ ১৪ বছর পর সংগঠনটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩টায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। নেতা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সাফিয়া খাতুনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন কাউন্সিলর বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা খাতুন। তাকে সমর্থন জানান অন্য কাউন্সিলর পাবনা জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নাদিয়া ইয়াসমিন জলি।

সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম কৃকের নাম প্রস্তাব করেন কাউন্সিলর বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম। তাকে সমর্থন করেন আরেক কাউন্সিলর সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা আরা।

এছাড়া কাউন্সিলদের মধ্য থেকে সভাপতি হিসেবে সাবেক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খানের নাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শিরিন রোকসানা ও মোরশেদা বেগম লিপির নামও প্রস্তাব করা হয়।

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?