X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে সরকারের সমঝোতা: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ০৪:৩১আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০৪:৩৪

স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে সরকারের সমঝোতা: খেলাফত মজলিস ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা স্মারক চুক্তি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ২০ দলীয় জোটভুক্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দল খেলাফত মজলিস। তাদের দাবি, জনগণের এ নিয়ে আপত্তি ছিল। তা সত্ত্বেও সরকার চুক্তিটি করেছে।
দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের রবিবার (৯ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে দেশের ‘স্বার্থবিরোধী’ সব চুক্তি ও সমঝোতা স্মারক বাতিলের দাবি জানিয়েছেন। তাদের মতে, দেশের জনগণের ম্যান্ডেট ছাড়া এ ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক সম্পাদন বৈধ হতে পারে না।
বিবৃতিতে বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক কখনও মেনে নেবে না উল্লেখ করে খেলাফত মজলিসের নেতারা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা স্মারক চুক্তি করেছেন। এমন চুক্তি বা সমঝোতা স্মারক দেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। এ প্রতিরক্ষা স্মারকের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষার ওপর অযাচিত খবরদারি করার সুযোগ পাবে ভারত।’
মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, ‘ভারত বাংলাদেশের বন্দর, সড়ক, রেলপথ, নৌপথ নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বাংলাদেশের রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি, পরিবেশ, শিল্প-বাণিজ্য এবং বাজারে ভারতের ভয়াবহ কালোথাবা সুস্পষ্ট। প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে বিএসএফ। অভিন্ন ৫৪ নদীর উজানে বাঁধ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পানির আগ্রাসন চালাচ্ছে ভারত।’

খেলাফত মজলিস মনে করছে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক বাংলাদেশের ওপর তাদের প্রভাবকে আরও প্রকট করে তুলবে। দেশবাসীকে অন্ধকারে রেখে কোনও সরকার কখনও এ রকম রাষ্ট্রবিরোধী পদক্ষেপ নিতে পারে না। তােই স্বার্থবিরোধী সব চুক্তি ও সমঝোতা স্মারক অবিলম্বে বাতিল করতে হবে। তা না হলে জনগণ এসব দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন ও প্রতিরোধ গড়ে তুলবে।’

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট