X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরাতে সময় বেঁধে দিলো চরমোনাই পীরের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৭, ১৯:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৯:১৩

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরাতে সময় বেঁধে দিলো চরমোনাই পীরের দল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরানোর জন্য সময় বেঁধে দিলো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২০ এপ্রিলের মধ্যে এই ভাস্কর্য সরিয়ে ফেলতে আলটিমেটাম দিয়েছে দলটি। তা না হলে ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের ডাকা জাতীয় মহাসমাবেশ যে কোনও মূল্যে সফল করার কথা বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির মজলিসে আমেলার এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন,‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি আগামী ২০ এপ্রিলের মধ্যে অপসারণ করতে হবে। গণভবনে দেশের শীর্ষ আলেমদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেছেন তা অবিলম্বে বাস্তবায়ন করে গ্রিক দেবীর মূর্তি ভেঙে দিয়ে ওয়াদা পূরণ করুন। মূর্তি অপসারণ না করলে ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীর আহুত জাতীয় মহাসমাবেশ যে কোনও মূল্যে সফল করা হবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন,“প্রধানমন্ত্রী উলামায়ে কেরামের সঙ্গে এক ধরনের কথা বলেন, আর বাইরে গিয়ে বলেন আরেক কথা। মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গে তার বক্তব্য আপত্তিজনক। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা ধর্মের কোনও অংশ নয়।’ এ ধরনের বক্তব্যে দেশের ঈমানদার মুসলমানরা বিক্ষুব্ধ ও মর্মাহত। মঙ্গল শোভাযাত্রা মুসলমানের কোনও উৎসব নয়, এটা সম্পূর্ণ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। হিন্দুদের উৎসব হিন্দুরা পালন করুক। কিন্তু ৯২ ভাগ মুসলমানদের তা চাপিয়ে দিয়ে সাম্প্রদায়িক উস্কানী দেওয়া হচ্ছে কার স্বার্থে?”

মঙ্গল শোভাযাত্রা একটি সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতির অংশ দাবি করে বিজ্ঞপ্তিতে মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর বক্তব্যে বলা হয়েছে, ‘মূলত দেবদেবীকে উদ্দেশ্য করে এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে একটি সংখ্যালঘু গোষ্ঠী মঙ্গল কামনা করে থাকে। ইসলামে এটি হারাম। হারাম উৎসব মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে ফিরে না এলে সরকারতে চরম মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী মুসলমান হয়ে এভাবে বক্তব্য দিয়ে কাকে খুশি করছেন? ইসলাম ধর্মে অনুমোদন নেই এমন যে কোনও উৎসবই মুসলমানদের জন্য হারাম। এটা থেকে সবাইকে বেঁচে থাকতে হবে।’

জানা গেছে, সভায় অন্যান্যের মধ্যে ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ,যুগ্ম-মহাসচিব এটিএম হেমায়েত উদ্দিন ও মাহবুবুর রহমান, ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?