X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নীরবে মুক্তি পেলেন জামায়াত নেতা মাসুদ ও দেলোয়ার

সালমান তারেক শাকিল
২৬ জুন ২০১৭, ১৫:৩১আপডেট : ২৬ জুন ২০১৭, ১৫:৩১

শফিকুল ইসলাম মাসুদ ও দেলোয়ার হোসেন গ্রেফতার করা হলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানালেও নেতাদের মুক্তিতে চুপ থাকতেই পছন্দ করে জামায়াতে ইসলামীর। এবারও একই ঘটনা ঘটলো। ঈদের দুদিন আগে অর্থাৎ গত ২৪ জুন শনিবার কারাগার থেকে মুক্তি পান জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ একং ছাত্র শিবিরের সাবেক প্রভাবশালী সভাপতি দেলোয়ার হোসেন। ঈদের দিন দুপুরে রাজধানীর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়ে আসা জামায়াতের একাধিক কর্মী এ প্রতিবেদককে এ তথ্য জানান।

এ বিষয়ে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ‘মুক্তির খবর গোপন রাখা হয় নানা কারণে। এর মধ্যে একটি হচ্ছে, জেলগেট থেকে গ্রেফতার করা এবং পরবর্তীতে আইন-শৃংখলা বাহিনীর নজরদারীর কারণে নেতারা মুক্তি পেলে খবর চাউর হয় কম।’

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগর জামায়াতের একটি অঞ্চলের গুরুত্বপূর্ণ একনেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার জেল থেকে মুক্তিলাভ করেন জামায়ানেতা শফিকুল ইসলাম মাসুদ। এরপরই একটি গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে যায়। রাতে নিয়ে পরের দিন সকালে ছেড়ে দেয়। এছাড়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন দেলোয়ার হোসেন।’

মুক্তির বিষয়ে জানতে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার হন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ ১৯ শিবির নেতা-কর্মী। ওইদিন রাত আটটার দিকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ২০১৬ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে জেল থেকে মুক্তি পেয়ে বেরুনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হন জামায়াতে ইসলামীর অবিভক্ত ঢাকা মহানগরীর এই সহকারী সেক্রেটারি। গত বছরের অক্টোবরে কারাগারে থেকেই ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি নির্বাচিত হন শফিকুল ইসলাম মাসুদ। তার মুক্তিতে জামায়াতের ঢাকা মহানগর ফের চাঙ্গা হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।

এছাড়াও ২০১৩ সালের ৩১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার হোসেন। ওইদিন সংগঠনের সভাপতির মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ছাত্রশিবির। ৩১ মার্চ রাজধানীর শ্যামলীর একটি বাসা থেকে শিবিরের সভাপতি দেলাওয়ার হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই সময় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছিলেন, ওই সময়ের হরতাল ও বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে শিবির সভাপতির বিরুদ্ধে। এসব বিষয়ে দায়ের হওয়া অনেকগুলো মামলার এজাহারভুক্ত আসামিও তিনি। মামলার আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ