X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আমরা আর গৃহপালিত বিরোধী দল নই: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:৫৯

বক্তব্য রাখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি এখন সামনের সারির দল বলে দাবি করেছেন এর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মানুষ জাতীয় পার্টিকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর গুলশানের ইমানুয়েলস সেন্টারে জাপা ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তার মুখে শোনা গেলো এসব কথা।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেছেন, ‘সংসদে আমরা আগে কথা বলতাম। সরকারের সব কাজের প্রতি সমর্থন দিয়ে যেতাম। মানুষ আমাদের গৃহপালিত বিরোধী দল বলতো। কিন্তু সম্মিলিত ঐক্যজোট গঠনের পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা আর গৃহপালিত বিরোধী দল নই, জাতীয় পার্টি এখন সামনের সারির দল।’
আশাবাদ ব্যক্ত করে এরশাদ বলেন, ‘আগামীতে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার দুয়ার উম্মোচিত হয়েছে। জাপা ছাড়া নির্বাচন হবে না। আমরা ঠিকভাবে কাজ করতে পারলে ক্ষমতায় যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।’
গত কিছুদিনে ঘটে যাওয়া নানান বিপর্যয়ের কারণে দেশটা অভিশপ্ত হয়েছে বলে মন্তব্য করেন এরশাদ। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘সিলেটের প্লাবনে লাখ লাখ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও সিলেটে পাহাড় ধসে মাটি চাপায় সেনা সদস্য ও সাধারণ মানুষ, বয়লার বিস্ফোরণে ৯ জন এবং অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়ার কারণে চারপাশে শুধু মৃত্যু আর লাশের খবর। সুসংবাদ শোনা যাচ্ছে না কোথাও। দেশকে এ অভিশাপ থেকে বের করার জন্য পরিবর্তন দরকার। একমাত্র জাতীয় পার্টিই পরিবর্তন আনতে পারবে।’
জাপা ঢাকা মহানগর উত্তরের কর্মীদের উদ্দেশ্য করে হু.মু. এরশাদ বলেন, ‘তোমাদের মুখ দেখলে সব দুঃখ ভুলে যাই। আমাদের সৎ সাহস আছে। সুতরাং আমাদের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘সুন্দর বাংলাদেশ গড়তে চেয়েছিলাম,রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাইনি। জেলে নিয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল, এখনও বেঁচে আছি আল্লাহর অশেষ রহমতে, তোমাদের ও দেশের মানুষের দোয়ায়।’

ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক ও ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না: সালেহউদ্দিন আহমেদ
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
ক্লপের সঙ্গে টাচলাইনে মতবিরোধ নিয়ে সালাহ, ‘কথা বললে আগুন লাগবে’
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু