X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ০২:৩৭আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০২:৪৪

বিএনপি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি ও চেয়ারপারসনের লন্ডন সফরকে সামনে রেখেই স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’
বিএনপির একাধিক সূত্র জানায়, লন্ডন সফরকে সামনে রেখে খালেদা জিয়া স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। এই বৈঠকে তিনি অঘোষিতভাবে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যাবেন কমিটির সিনিয়র একজন সদস্যকে। সূত্রটি জানায়, সেই সিনিয়র সদস্য হতে পারেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এর আগে, গত বছরও বিদেশে যাওয়ার সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। যদিও এ বিষয়টি বিএনপি কখনোই সামনে নিয়ে আসেনি।
সূত্রের দাবি, বৈঠকে সহায়ক সরকারব্যবস্থা নিয়ে ভাবী-প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত চেয়ারপারসন তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষভাবে আলোকপাত হতে পারে বৃহস্পতিবারের স্থায়ী কমিটির এই বৈঠকে।
এর আগে, গত ২১ মে বিএনপির স্থায়ী কমিটির শেষ বৈঠক হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরও আগে, চলতি বছরের ২ এপ্রিল, ২৯ জানুয়ারি ও গত বছরের ১৭ নভেম্বর বিএনপির বর্তমান জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-

ঘরে বসে নির্বাচনের দিন শেষ: কাজী ফিরোজ রশীদ

গুলশানে নতুন কমিটির দাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ

৫৭ ধারায় খুবই নগণ্য সংখ্যক সাংবাদিক গ্রেফতার হয়েছে: তথ্যমন্ত্রী

ছাত্রলীগের সাধারণ সভায় হট্টগোল: তোপের মুখে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক

ভোটার তালিকা হালনাগাদের কাজ নিবিড় পর্যবেক্ষণে রাখতে নেতাকর্মীদের নির্দেশ আ.লীগের

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
তাপমাত্রার রেকর্ড ভাঙাগড়া চলছে খুলনায়
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা