X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এবার বদরুদ্দোজার বাসায় ছোটদলগুলোর নেতারা, আছেন জি এম কাদেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২৩:১৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০২:৩৯

বি. চৌধুরীর বাসায় কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন।


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসার পর এবার বিকল্প ধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসায় বৈঠকে বসেছে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বুধবার দিবাগত রাত নয়টার দিকে বারিধারা বি চৌধুরীর বাসায় এ বৈঠক শুরু হয়। সেখানে অবস্থান করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে দশটার দিকে বাংলা ট্রিবিউনকে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈঠক চলছে। পরে কথা হবে’।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জেএসডি, বিকল্পধারাসহ কয়েকটি দলের সিনিয়র নেতারা রয়েছেন। এদিকে এ বৈঠকে জাতীয় পার্টির নেতা জি এম কাদের অংশ নেওয়ায় এই জোটের আকৃতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই আসম রবের উত্তরার বাসায় বৈঠক করেছিলেন এসব দলের নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুটি জোটের বাইরে বিকল্প একটি জোট গঠনের তৎপরতার অংশ হিসেবেই সে বৈঠকের ধারাবাহিকতায় আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বি চৌধুরীর বাসায়। জেএসডি সভাপতির বাসার বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি বদিউল আলম মজুমদারও ছিলেন।
ধারণা করা হচ্ছে আজকের বৈঠক থেকেই জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসতে পারে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বলে নিশ্চিত করেছেন জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। সেখানে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা এবং দুই উপাচার্যের বিরোধের জের ধরে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখ হারানোর বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তার। তবে আজ রাতের বৈঠকে জি এম কাদের অংশ নেওয়ায় এ বিষয়টি সম্পর্কেও মুখ খুলতে পারেন এরশাদ বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ