X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা আরও হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২০:০২

শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি-ফোকাস বাংলা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় গিয়ে তার সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা করেছেন এবং এ আলোচনা আরও হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে তিনি এ রায়ের বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বক্তব্য প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন বলেও জানিয়েছেন।

রবিবার বঙ্গবন্ধুর বড় ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গুলিস্তানের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।   

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতির বাসায় নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিজেই তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছিলাম। সেখানে আলোচনা করেছি। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে তাকে আমাদের পার্টির বক্তব্য জানিয়েছি। আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আলোচনা আরও হবে, আলোচনা শেষ হয়নি। আলোচনা শেষ হওয়ার আগে কোনও মন্তব্য করতে চাই না। সময়মতো আপনারা সব জানবেন। আমিও বলবো।’

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর বিষয়টি নিয়ে গত সোমবার (৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মুখ খোলে সরকার। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন। বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির দেওয়া বেশ কিছু পর্যবেক্ষণ নিয়ে আপত্তি তোলেন সরকারের মন্ত্রীরা। পরে এ বিষয়ে বিভিন্ন ফোরামে ও বক্তৃতায় মন্তব্য করেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। অন্যদিকে, বিরোধী দলগুলো এই সংশোধনীকে স্বাগত জানিয়ে বিভিন্ন ফোরামে বক্তব্য রাখে। সর্বশেষ গতকাল শনিবার (১২ আগস্ট) রাতে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ বিষয়ে সেতুমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, ‘এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনও পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগ মুখোমুখি অবস্থানে আসুক, সরকার চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বিচার বিভাগের দায়িত্ব আছে। এস ময় প্রধান বিচারপতিকে এ দায়িত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসন করতে অনুরোধ জানান ওবায়দুল কাদের।

তবে প্রধান বিচারপতি তাৎক্ষণিকভাবে তার কোনও অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি। এদিকে, রাতের বেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রধানবিচারপতির বাসভবনে নৈশভোজে অংশ নেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তনের জন্য বিচারপতি ও বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে রাজপথে আসুন। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’

/পিএইচসি/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম